রাজ্য সরকারের ১৫ টি প্রকল্প, মাসে ১৫০০ টাকা ফ্রীতে দেখুন আবেদন পদ্ধতি
রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষেরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। আজকে আমরা রাজ্য সরকারের মোট ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা করবো।
রাজ্য সরকারের ১৫টি প্রকল্প থেকে কিভাবে সুবিধা পাবেন। কি কি শর্ত রয়েছে আবেদন করার জন্য, তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।
১) লক্ষ্মীর ভান্ডার প্রকল্প:- পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলাকে আর্থিক দিক থেকে সাবলম্বী করে তোলার জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন।বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা এই প্রকল্পের লাভ নিতে পারবেন। এরজন্য অফলাইনে ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
ডকুমেন্টস:-
ক) আধার কার্ড
খ) পাসপোর্ট সাইজের ফটো
গ) SC/ST সাটিফিকেট
ঘ) স্বাস্থ্য সাথী কার্ড
ঙ) ব্যাঙ্কের পাশবই
শর্ত:-
ক) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
খ) ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
গ) কোনোরকমের সরকারি চাকরি বা পেনশন ভোগী নয়।
ঘ) আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
লক্ষ্মীর ভান্ডার আবেদন পদ্ধতি:- প্রথমে আপনাকে নিচে দেওয়া লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড করে ফিলাপ করতে হবে। কিংবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকেও ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকে নিয়েও ফিলাপ করে ডকুমেন্টস সহকারে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।
সুবিধা:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি আবেদন কারীর ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়। সাধারণ শ্রেনীর মহিলাদের একাউন্টে মাসে ৫০০ টাকা করে আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকা করে পাবেন।
Lakshmi Bhandar From Download:- Link
২) কৃষক বন্ধু প্রকল্প:- রাজ্য সরকারের আর একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। Krishak Bandhu Prakalpa এ আবেদন করার জন্য অবশ্যই চাষযোগ্য জমি থাকতে হবে।
ডকুমেন্টস:-
ক) আধার কার্ড
খ) ভোটার কার্ড
গ) ব্যাঙ্কের পাশবই
ঘ) জমির পরচা
সুবিধা:- কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে বছরে ৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এক একর বা তার বেশি জমি থাকলে ১০ হাজার টাকা দুই কিস্তিতে সরাসরি একাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও কৃষক বন্ধুর মৃত্যু হলে ২ লক্ষ টাকা করেও দেওয়া হয়।
আবেদন পদ্ধতি:- কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার থেকে ফর্ম সংগ্রহ করে তা ফিলাপ করে কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।
শর্ত:-
ক) কৃষকের বয়স ১৮ বছর হতে হবে।
খ) কৃষকের চাষযোগ্য জমি থাকতে হবে।
কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড লিংক:- Click
৩) বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা:-সামাজিক সুরক্ষা যোজনা হল অসংগঠিত শ্রমিকদের অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহন কর্মীদের ইত্যাদি শ্রমিকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি সুরক্ষা যোজনা। যাকে বলা হয় সামাজিক সুরক্ষা যোজনা বা প্রকল্প।
ক) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
খ) আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
ডকুমেন্টস:-
ক) আধার কার্ড
খ) ভোটার কার্ড
গ) রেশন কার্ড
ঘ) ব্যাঙ্কের পাশবই
ঙ) পাসপোর্ট সাইজের ফটো।
সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম:- Download
সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন আবেদন লিংক:- Apply
সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা:-
ক) পেনশনের সুবিধা পাবেন।
খ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এর তরফ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত সুবিধা।
গ) মৃত্যু এবং অক্ষমতা কভারের (২ লক্ষ টাকা পর্যন্ত) সুবিধা।
ঘ) শিশুদের শিক্ষার জন্য স্কলারশিপ এর সুবিধা।
৪) বিধবা ভাতা:- রাজ্য সরকারের অপর একটি প্রকল্প বা ভাতা বিধবা ভাতা। এই প্রকল্পে মাধ্যমে দরীদ্রসীমার নীচে বসবাসকারী বিধবা মহিলারা মাথাপিছু মাসিক ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে। প্রত্যেক বিধবা মহিলারাই এই প্রকল্পের লাভ পাবেন।
ডকুমেন্টস:-
ক) আধার কার্ড।
খ) ভোটার কার্ড।
গ) ব্যাঙ্কের পাশবই।
ঘ) পাসপোর্ট সাইজের ফটো।
ঙ) ইনকাম সার্টিফিকেট।
চ) স্বামীর মৃত্যুর শংসাপত্র।
আবেদন পদ্ধতি:- বিধবা ভাতার ফর্ম ফিলাপ করতে হবে অফলাইনে। এরজন্য নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম পেয়ে যাবেন নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে।
Widow Pension Form Download Link:- Click
৫) যুবশ্রী প্রকল্প/বেকার ভাতা প্রকল্প:- রাজ্য সরকারের আর একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার যুবক যুবতীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন।
সুবিধা:-
ক) প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে ১৫০০ টাকা করে ব্যাঙ্ক অ্যকাউন্টে (Bank Account) পাঠানো হয়।
শর্ত:-
ক) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
খ) বেকার যুবক যুবতী হতে হবে।
গ) কোনোরকমের সরকারি চাকরি করলে আবেদন করতে পারবেন না।
ডকুমেন্টস:-
ক) নাম ও জন্মের প্রমান পত্র:- MP Admit Card / MP certificate / Transfer Certificate or Birth Certificate
খ) বসবাসের প্রমাণপত্র:- Ration Card/Voter ID Card/ Passport/ Aadhaar Card
গ) জাতিগত শংসাপত্র (other than General) – Caste Certificate
ঘ) শারীরিক অক্ষমতা সার্টিফিকেট:- PH Certificate of Govt. Hospital with minimum 40% disability
ঙ) শিক্ষাগত যোগ্যতা: – Marksheets or Certificates of all Exams passed / Transfer Certificate
চ) ব্যাঙ্কের পাশবই
আবেদন পদ্ধতি:– যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। এরপর Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর নিকটবর্তী Exchange Office এ গিয়ে ডকুমেন্টস জমা করে আসতে হবে।
Website Link:- Apply
৬) মানবিক প্রকল্প:– পশ্চিমবঙ্গে বসবাসকারী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
ডকুমেন্টস:-
ক) আধার কার্ড / ভোটার কার্ড।
খ) রেশন কার্ড।
গ) ব্যাঙ্কের পাশবই।
ঘ) ইনকাম সার্টিফিকেট।
ঙ) পাসপোর্ট সাইজের ফটো।
চ) প্রতিবন্ধী সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে।ফর্ম অফিসে পেয়ে যাবেন কিংবা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।
Disability Pension Form Download Link:- Click
৭) জয় বাংলা:- ক) জয় জোহার ও খ) তপশিলি বন্ধু:- প্রবীণ নাগরিকদের প্রতি মাসে ১০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতির অন্তর্গত প্রবীণ ব্যক্তিদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।
ডকুমেন্টস:-
ক) আধার কার্ড
খ) ভোটার কার্ড
গ) রেশন কার্ড
ঘ) ব্যাঙ্কের পাশবই
ঙ) পাসপোর্ট সাইজের ফটো
চ) ইনকাম সার্টিফিকেট
আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে।
Jai Bangla Website Link:- Click
Joy Bangla Pension Form Download Link:– Click