WB High Madrasa, Alim & Fazil Result 2025: হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল রেজাল্ট 2025 কিভাবে দেখবেন, দেখুন সবার আগে!

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আর কয়েকঘন্টা পরেই প্রকাশিত হচ্ছে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল ২০২৫। ৩রা মে ২০২৫ শনিবার সকাল ১০ টা বেঁজে ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পরীক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৫ চেক করতে পারবে। কোন কোন ওয়েবসাইট থেকে সহজেই হাই মাদ্রাসা রেজাল্ট ২০২৫, আলিম রেজাল্ট ২০২৫ ও ফাজিল রেজাল্ট ২০২৫ চেক করবেন, তা দেখে নিন আজকের প্রতিবেদনে।

How To Check High Madrash Result 2025 In West Bengal / How To Check Fazil Result 2025 In West Bengal / How To Check Alim Result 2025 West Bengal / হাই মাদ্রাসা,আলিম ও ফাজিল রেজাল্ট ২০২৫ কিভাবে চেক করবেনঃ-

1) প্রথমে আপনাকে https://wbbme.org/ এই পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

2) এরপর হোম পেজে Result 2025 এ ক্লিক করুন।
3) পরবর্তী নতুন একটি পেজ চলে আসবে, সেখানে Alim, High Madrasah, Fazil লেখা দেখতে পারবেন।
4) এরপর আপনি যে রেজাল্ট চেক করতে চাচ্ছেন, সেই লেখার উপরে ক্লিক করুন।
5) পরবর্তী পেজে রোল নম্বর উল্লেখ করে View এ ক্লিক করে রেজাল্ট দেখে নিন।

পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল রেজাল্ট ২০২৫ চেক লিংকঃ- ক্লিক করুন 

দ্বিতীয় ধাপ,

উপরের পদ্ধতি ফলো করে রেজাল্ট দেখতে সমস্যা হলে পরবর্তী ধাপে রেজাল্ট চেক করুন। কেননা, একসঙ্গে হাজার হাজার শিক্ষার্থী ওয়েবসাইট ভিজিট করে রেজাল্ট চেক করার জন্য, সেই কারনে ভারী ট্রাফিকে সার্ভার ডাউন থাকে। নিচের ধাপ গুলো ফলো করে রেজাল্ট ২০২৫ দেখতে পারবেন।

1) প্রথমে আপনাকে result siksha এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকেও ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট আসতে পারবেন।

2) এরপর Madrasa, Alim & Fazil এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে রোল নম্বর উল্লেখ করে রেজাল্ট চেক করুন।

West Bengal Board of Madrasha Education- High Madrasaha & Alim Exam 2025 Result:- Click Now

West Bengal Board of Madrasha Education-Fazil Exam 2025 Result:- Click Now