প্রকল্প

সুখবর,সরকার টাকা দিচ্ছে শৌচাগার বানাতে,অনলাইন আবেদন পদ্ধতি দেখুন 2024

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

শৌচাগার বানাতে সরকার দিচ্ছে আর্থিক সাহায্য, সরকারি সাহায্য নিয়ে আপনি এখন শৌচাগার বানাতে পারবেন। এরজন্য ইতিমধ্যেই আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে অনলাইনে। বেশ কিছু শর্ত রয়েছে, যদি আপনি সেই সব শর্তের মধ্যে থাকা একজন পরিবার তাহলে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে আপনি শৌচাগার তৈরি করার টাকা পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শৌচাগার প্রকল্পের মাধ্যমে কোন পরিবার গুলো সুবিধা পাবে,দেখে নিন একনজরে।

১) বিপিএল(BPL Family) পরিবার গুলি আবেদন এর যোগ্য।
২) SC/ST পরিবার আবেদন এর যোগ্য।
৩) শারিরীক ভাবে অক্ষম ব্যক্তি আবেদন এর যোগ্য।
৪) ভূমিহীন শ্রমিক শৌচাগার প্রকল্পে আবেদন এর যোগ্য।

৫) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা আবেদন এর যোগ্য।
৬) যে পরিবারে মহিলারা প্রধান তারা আবেদন এর যোগ্য।
৭) যাদের শৌচাগার নেই এবং আগে অন্য কোনো সরকারি কর্মসূচির অধীনে টয়লেট নির্মাণের জন্য কোনো সুবিধা পাননি, তাঁরা আবেদন এর যোগ্য।

শৌচাগার অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে:-

১) আবেদনকারীর আধার কার্ড।
২) শারিরীক ভাবে অক্ষম হলে তার সার্টিফিকেট।
৩) আবেদনকারীর ব্যাঙ্কের পাশবই।

শৌচাগার অনলাইন আবেদন পদ্ধতি গ্রামীণ / Toilet Apply Online West Bengal Gramin / Ihhl Apply Online West Bengal Gramin

১) প্রথমে আপনাকে Swachh Bharat Mission (Gramin) – Phase II এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।

২) এরপর Citizen Registration এ ক্লিক করে সঠিক ভাবে মোবাইল নাম্বার, নাম,ঠিকানা উল্লেখ করে রেজিস্ট্রেশন করে নিন।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে Log In এ ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর New Application এ ক্লিক করে অনলাইন আবেদন করে নিন।
৫) আবেদন হয়ে গেলে Track Application Status এ ক্লিক করে Status চেক করতে পারবেন।

Ihhl Apply Online Bengali:- Click 

Related Articles

Back to top button