WB Job 2025: রাজ্যে অষ্টম শ্রেণির পাশে চাকরি ইন্টারভিউ দিয়ে! দেখুন আবেদন পদ্ধতি ও মাসিক বেতন?
রাজ্যে জেলায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে সাপোর্ট স্টাফ পদে অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে।
পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় (Office Of The District Magistrate) থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি (West Bengal Job 2025) প্রকাশিত হলো। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ ও স্নাতক পাশে ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হলো। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ (Interview Job 2025) এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে বেশ কিছু পদে, এছাড়াও কিছু পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই সমস্ত পদে আবেদন জানাতে পারবেন। নিয়োগ করা হচ্ছে কর্মবন্ধু, দারোয়ান-কাম-নাইট গার্ড, হেল্পার, কুক, কেয়ারটেকার ও সুপারিনটেনডেন্ট পদে। উক্ত পদে কিভাবে আবেদন করবেন, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদনের জন্য পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে নোটিফিকেশন ডাউনলোড লিংক সহ।
পদের নামঃ- Cook (কুক)।
মাসিক বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 7 হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ- কুক (Cook) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ।
বয়সঃ– উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ– Helper (হেল্পার)।
মাসিক বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 5 হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ– আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ।
বয়সঃ- হেল্পার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ- Darawan Cum Night Guard (দারোয়ান-কাম-নাইট-গার্ড)।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে কমপক্ষে 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
বেতনঃ উক্ত পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 6 হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ– এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ।
পদের নামঃ– Karmabandhu (কর্মবন্ধু)।
বেতনঃ– কর্মবন্ধু পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে 5 হাজার টাকা করে। দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ– উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা চাওয়া হয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ– Caretaker (কেয়ারটেকার)।
মাসিক বেতনঃ– কেয়ারটেকার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 9 হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ– কেয়ারটেকার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
বয়সঃ– উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ– Superintendent (সুপারিন্টেন্ডেন্ট)
বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন রয়েছে 15 হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ- এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে কোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা থাকতে হবে।
বয়সঃ– সুপারিন্টেন্ডেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
ইন্টারভিউ এর মাধ্যমে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হচ্ছেঃ– কর্মবন্ধু, দারোয়ান-কাম-নাইট গার্ড, হেল্পার ও কুক পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই হবেঃ– কেয়ারটেকার ও সুপারিনটেনডেন্ট পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতিঃ– উপরে উল্লেখিত সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম প্রিন্ট করে সঠিকভাবে তা ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, এছাড়াও By Post এর মাধ্যমেও আবেদন জানাতে পারবেন।
আবেদন পত্র পাঠানো / জমা করার ঠিকানাঃ- The Office Of The Project Officer-cum-district Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetery Road Near BT College, Po Malda, Ps English Bazar, Dist Malda, Pin 732101
আবেদনের শেষ তারিখঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে 12/12/2024 তারিখ বিকেল 4 টার মধ্যে। আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি দেখুন।
Notification Download Link:- Download
Website Link:- Click
Application Form Download Link:- Download