২০২৩ সালের নতুন ভোটার কার্ড অনলাইন অর্ডার করুন মোবাইল দিয়ে
যদি আপনি একজন ভোটার হয়ে থাকেন? কিংবা আপনার কাছে একটি ভোটার কার্ড রয়েছে। সেই ভোটার কার্ডটি বর্তমানে হারিয়ে গেছে,কিংবা আপনার ভোটার কার্ড ছিঁড়ে বা নষ্ট হয়ে গেছে। তাহলে কিভাবে নতুন ডিজিটাল ভোটার কার্ড অনলাইনে অর্ডার করবেন।
আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি, কিভাবে PVC Voter Card Order কিংবা Voter Card Replacement করতে হয়।
Digital Voter Card Online Order | PVC Voter Card Online Order | Voter Card Replacement Online
১) প্রথমে আপনাকে Voter Portal Beta এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Create an account এ ক্লিক করে Id Password তৈরি করুন।
৩) এরপর Id Password দিয়ে লগইন করুন।
৪) এরপর Correction In Voter Card এ ক্লিক করুন।
৫) এরপর পরবর্তী পেজে Voter Card Number বসিয়ে দিয়ে Next এ ক্লিক করুন।
৬) এরপর Issues of Replacement EPIC without correction এ ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে ভোটার কার্ড কেন পরিবর্তন করতে চান তা লিখে দিয়ে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে।
৮) এরপর Reference Number পেয়ে যাবেন, তা দিয়ে Status Check করতে পারবেন।
Website link:- ক্লিক
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
Voter Card Status Check Online West Bengal
১) প্রথমে আপনাকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Track Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম ও রেফারেন্স নাম্বার বসিয়ে দিয়ে Status Check করে নিন।
Website Link:- Click