টেক টিপস

১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের ডাউনলোড করুন ফ্রিতে মোবাইলে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ বাসীদের জন্য সুখবর। আর কোথাও যেতে হবে না পুরনো ভোটার লিস্ট পাওয়ার জন্য। এখম আপনি বাড়িতে বসেই আপনার পছন্দমতো সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এই পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1952 সাল থেকে 1971 সালের পুরাতন ভোটার লিস্টে আপনি আপনার পূর্ব পুরুষের নাম দেখে নিতে পারবেন।

23 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমির পাট্টা প্রদান এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাতে এনআরসির নাম করে আপনাদের নাম কোথাও কেউ কেটে না দিতে পারে, তাই এখন থেকে নিজে ভোটকেন্দ্রে গিয়ে নিজের নাম তুলে আসবেন। দেখে আসবেন নামটা আছে কি না। বাংলার সমস্ত মানুষকে বলছি, নিজেরা নিজেদের স্বার্থে নিজেদের নাম তুলুন। একটু কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে কাজ সেরে আসুন। না হলে কাল বলে দেবে, আপনার নাগরিক অধিকার নেই।’’

আজকের প্রতিবেদনটি পড়ার পর আপনি অনলাইনে মোবাইলে বাড়িতে বসেই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

1952 TO 1971 Old Voter List Download Online West Bengal:-

১)প্রথমে আপনাকে oldelectoralrolls.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর নিচে আসতে হবে, নিচে ৩ টি অপশন রয়েছে।
i) প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখতে চান।
ii) এরপর কোন জেলার লিস্ট তা সিলেক্ট করুন।
iii) এরপর নির্বাচনী এলাকা সিলেক্ট করুন
সবকিছু সিলেক্ট করার পর সার্চ এ ক্লিক করুন।
৩) এরপর আপনি ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন ও নাম চেক করতে পারবেন।

Old Voter List Website Link West Bengal:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button