West Bengal Panchayat Residential Certificate Online Apply 2026: গ্রাম পঞ্চায়েত রেসিডেন্সিয়াল / বসবাসের সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

গ্রাম পঞ্চায়েতের বসবাসের প্রমাণপত্র (Residential Certificate) এখন সম্পূর্ণ অনলাইনে বাড়িতে বসেই আবেদন করা যাচ্ছে।  আর আবেদন সম্পূর্ণ হলে, অনলাইন থেকেই আপনি খুব সহজে আপনার গ্রাম পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এখন আর গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করার কোনো দরকার নেই।  মাত্র কয়েক মিনিটেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে আবেদন করে নিন আপনার বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট।

তাহলে চলুন দেখে নেওয়া যাক— কিভাবে গ্রাম পঞ্চায়েতের বসবাসের সার্টিফিকেট অনলাইনে আবেদন ও ডাউনলোড করবেন।  এছাড়াও বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

গ্রাম পঞ্চায়েতের Residential Certificate করার জন্য বর্তমানে কোনো আবেদন ফি নেওয়া হয় না।  অর্থাৎ এই পরিষেবাটি সম্পূর্ণ ফ্রি।  আবেদন করার ৭ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।  একবার আপনি অনলাইনে আবেদন করলে, সেই বসবাসের সার্টিফিকেট ৬ মাস পর্যন্ত অনলাইন থেকে ডাউনলোড করা যাবে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত বসবাসের সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি – West Bengal Gram Panchayat Residential Certificate Online Apply 2026

১) সর্বপ্রথম আপনাকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পোর্টালে থাকা Online GP Certificate এ ক্লিক করুন।  পরবর্তী পেজে APPLICATION TO GRAM PANCHAYAT FOR CERTIFICATE এর নিচে থাকা বক্সে টিক মার্ক করে Proceed এ ক্লিক করে মোবাইল নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করুন।

৩) এখন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন ও কি সার্টিফিকেট দরকার (Residential, Character, Income, Same Person, Distance, Caste Authentication, Unmarried) সেই বক্সে টিক মার্ক করুন।

৪) এরপর নিচে ডকুমেন্টস হিসাবে দুটো নথি আপলোড করুন PDF ফাইলে 2MB এর মধ্যে।  একটি পরিচয় পত্র ও অপরটি ঠিকানার প্রমাণ পত্র ও আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো 100KB এর মধ্যে JPG ফরমেটে।

৫) আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ ও উপযুক্ত নথি ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড হয়ে গেলে নিচে থাকা সাবমিটে ক্লিক করুন।  এখন রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি Application Form Unique ID পেয়ে যাবেন, যা দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত বসবাসের সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি – West Bengal Gram Panchayat Residential Certificate Online Download 2026

১) সর্বপ্রথম আপনাকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসিয়াল পোর্টালে আসতে হবে, নিচে উল্লেখিত লিংকে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পোর্টালে থাকা Online GP Certificate এ ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে 👉🏽 Application Status and Certificate Download – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া রেজিস্ট্রার মোবাইল নম্বরের মেসেজে আসা Application Unique ID নম্বরটি বসিয়ে দিয়ে সার্চে (Search) ক্লিক করুন।

৪) সার্টিফিকেট এপ্রিল হয়ে গেলে, নিচে Download লেখা দেখতে পারবেন। এখন ডাউনলোডে ক্লিক করে, আবেদন করার সময় উল্লেখিত মোবাইল নম্বর বসিয়ে OTP ভেরিফাই করুন।

৫) এরপর আবেদন ফর্মের উপরে থাকা Application Status and Certificate Download এই লেখায় ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে সার্টিফিকেট এপ্রুভ হলে দেখতে পারবেন Ready To Download স্ট্যাটাস।  এরপর নামের পাশে থাকা Download ( ↓) চিহ্নে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

কি কি ডকুমেন্টস লাগবে বসবাসের সার্টিফিকেট আবেদন করার জন্য – [ যেকোনো ২টি (POI & POA) ]

১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) রেশন কার্ড
৪) পাসপোর্ট
৫) ড্রাইভিং লাইসেন্স
৬) প্যান কার্ড
৭) কিষান পাসবুক
৮) CGHS/ECHS কার্ড
৯) শিক্ষাগত যোগ্যতার নথি
১০) ব্যাঙ্ক পাশবই
১১) পেনশন কার্ড
১২) ট্যাক্সের রসিদ কপি ইত্যাদি।

West Bengal Panchayat Residential Certificate Online Apply Link:- Click Now

Panchayat Residential Certificate Online Download Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।