৪১ দিনের টানা ধর্মঘটের পর, শনিবার কাজে ফিরছেন কলকাতার জুনিয়র ডাক্তাররা!
কলকাতা: ৪১ দিন ধরে চলা তীব্র আন্দোলনের পর, জুনিয়র ডাক্তাররা শনিবার থেকে জরুরি সেবা পুনরায় শুরু করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৯ আগস্ট, কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন জুনিয়র নারী ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছিলেন। এই ঘটনা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছিল। আন্দোলনের এক পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছিলেন।
ডাক্তাররা শনিবার থেকে আবার কাজে ফিরবেন। তবে সব ধরনের চিকিৎসা হবে না। জরুরি রোগীদের দেখা হবে। তবে আপাতত আউটপেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) ও অপারেশন থিয়েটার (ওটি) পরিষেবা স্থগিত থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রধান দাবি ছিল চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আন্দোলনের এক পর্যায়ে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শেষমেশ মুখ্যমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতির অবসান ঘটে। এছাড়া, সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন ডাক্তাররা।
আন্দোলনরত এক ডাক্তার সাংবাদিকদের জানান আমরা আমাদের আন্দোলন থেকে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু অনেক কিছু এখনও অর্জন করা বাকি আছে।
আমরা কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে বাধ্য করেছি। কিন্তু এর মানে এই নয় যে আন্দোলন শেষ। আমরা এই আন্দোলনকে একটি নতুন উপায়ে এগিয়ে নিয়ে যাব।