রেশন কার্ডের নতুন আপডেট। এখন খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি, এক জায়গা থেকে অন্য জায়গা কিংবা এক পরিবার থেকে অন্য পরিবারে। এছাড়াও আপনার বাচ্চার রেশন কার্ড যদি আলাদা পরিবারে কিংবা আলাদা ভাবে তৈরি হয়ে থাকে, এখন সহজেই তা ট্রান্সফার করে নতুন পরিবারে যুক্ত করতে পারবেন।
রেশন কার্ড ট্রান্সফার কিংবা এক পরিবার থেকে অন্য পরিবারে যুক্ত করার জন্য কোনোরকম ডকুমেন্টস এর প্রয়োজন পরবে না। শুধুমাত্র দরকার পরবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক। যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার হবে সেই সদস্যের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকতে হবে ও যে নতুন পরিবারে রেশন কার্ডটি যুক্ত হবে, সেই পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে হবে ও তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে।
রেশন কার্ড ট্রান্সফার অনলাইনে নতুন পদ্ধতি / Ration Card Transfer After Marriage Online West Bengal
1) প্রথমে আপনাকে Ration Card এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
2) এরপর Citizen’s Home এ ক্লিক করে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Service through office অপশনে ক্লিক করুন।
4) এরপর পরবর্তী পেজে Apply Online এ ক্লিক করুন।
5) পরবর্তী পেজে যার আধার কার্ড ট্রান্সফার করতে চাচ্ছেন, তাঁর আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করে OTP বসিয়ে দিয়ে সাবমিট OTP তে ক্লিক করুন।
6) পরবর্তী পেজে রেশন কার্ডের তথ্য চলে আসবে Yes এ ক্লিক করে Next এ ক্লিক করুন।

7) পরবর্তী পেজে Form 14 তে ক্লিক করুন ও Next এ ক্লিক করুন।
8) এরপর যে সদস্যকে আলাদা পরিবারে কিংবা নতুন পরিবারে যুক্ত করতে৷ চাচ্ছেন তা সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
9) এরপর পরবর্তী ধাপে যে পরিবারে রেশন কার্ডটি যুক্ত করবেন, সেই পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড উল্লেখ করে Next এ ক্লিক করুন।
10) সবকিছু সঠিকভাবে ফিলাপ করা হয়ে গেলে, এরপর ফাইনাল সাবমিট করলেই হয়ে যাবে রেশন কার্ড ট্রান্সফার।
Ration Card Transfer Online West Bengal Link:- Click
Ration Card Transfer Online After Marriage West Bengal Direct Link:- Click