West Bengal School Holiday: আরও রাজ্যে তীব্র গরমে ১-১২ ক্লাস পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুক্রবার (১৩ জুন) থেকে শনিবার(১৪ জুন ) একদিনের স্কুল বন্ধ রাখার এ নির্দেশ দিয়েছে।যদিও পার্বত্য এলাকার স্কুলে এই ছুটির নির্দেশ কার্যকর হবে না বলেও স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তীব্র গরমের কারনে আগামীকাল ও পরশু রাজ্যের স্কুল গুলোতে পঠন-পাঠন বন্ধ থাকবে।(উত্তরের শীত প্রধান জায়গা গুলো ছাড়া )

 

১২ জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিজস্ব এক্স একাউন্টে।

তিনি বলেন, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে।

সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি এক্স একাউন্টের পোস্টে।