WB Voter Draft Roll PDF List: পশ্চিমবঙ্গের খসড়া তালিকা কাল প্রকাশ, আজ থেকেই নাম চেক করা যাচ্ছে অ্যাপে! দেখুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে তার আগেই আজ থেকেই অনলাইনে খসড়া ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটাররা যেন তাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে কিনা সেটি চেক করে দেখে নেয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সবার আগে খসড়া ভোটার তালিকায় নিজের নাম যাচাই করবেন। যদিও পশ্চিমবঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তবে রাজ্যজুড়ে এসআইআর (SIR) ফরম বিলি ও জমা নেওয়ার কাজ শেষ হয়েছে। এই ফরম সংগ্রহকারী বুথ লেভেল অফিসাররা (BLO) ইতিমধ্যেই BLO Mobile App-এর মাধ্যমে খসড়া ভোটার তালিকা দেখতে পাচ্ছেন।

বুথ লেভেল অফিসাররা (BLO) BLO App-এর মাধ্যমে ভোটারের নাম বা ভোটার কার্ড নম্বর ব্যবহার করে সহজেই খসড়া ভোটার তালিকা যাচাই করতে পারছেন। যেসব ভোটার অনলাইনে নিজে থেকে খসড়া ভোটার লিস্ট চেক করতে পারছেন না, তারা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের সহায়তায় জানতে পারবেন খসড়া তালিকায় তাঁদের নাম রয়েছে কিনা।

যদি কোনো ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় না থাকে, তাহলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে দাবি (Claim) জানাতে পারবেন। পরবর্তীতে উপযুক্ত নথি সহ শুনানি (Hearing) ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটাররা আগামী ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার থেকে খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। ভোটার সার্ভিস পোর্টাল, CEO West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ECINET App-এর মাধ্যমে ভোটার কার্ড নম্বর ব্যবহার করে সহজেই খসড়া তালিকায় নাম রয়েছে কিনা চেক করা যাবে।

এছাড়াও যেসব ভোটার অনলাইনে যাচাই করতে পারবেন না, তারা অফলাইনে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)-এর সহায়তায় নিজেদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা জানতে পারবেন।

উল্লেখ্য, এই খসড়া ভোটার তালিকায় মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড এবং ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্ত থাকবে না।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।