West Bengal Voter List 2025 PDF Download: ভোটার তালিকা ২০২৫ অনলাইন ডাউনলোড মোবাইলে দেখুন নাম!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রকাশিত হয়েছে ২০২৫ সালের ভোটার তালিকা, এখন অনলাইন থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন ২০২৫ সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা! ইলেকশন কমিশনের তরফ থেকে বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকল বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি, সেই সকল বুথের ২০০৩ সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে, পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল পোর্টালে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পুজোর পর পরই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে SIR, এর ফলে বাদ যেতে পারে ভুয়ো ভোটার থেকে শুরু করে মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে। এছাড়াও দিতে হবে ভোটারদের জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্রের নথি। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে, লাগবে না কোনো অতিরিক্ত নথি। নিচে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক দেওয়া হয়েছে, সেখান থেকে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।

West Bengal 2002 Voter List Download Direct Link 👇

ক্রমিক নংজেলার নামডাউনলোড লিংক
বাঁকুড়াDownload
বীরভূমDownload
কোচবিহারDownload
দক্ষিণ চব্বিশ পরগনাDownload
দার্জিলিংDownload
হুগলিDownload
হাওড়াDownload
জলপাইগুড়িDownload
ঝাড়গ্রামDownload
১০কলকাতা উত্তরDownload
১১মালদাDownload
১২মুর্শিদাবাদDownload
১৩নদীয়াDownload
১৪উত্তর চব্বিশ পরগনাDownload
১৫পূর্ব বর্ধমানDownload
১৬পূর্ব মেদিনীপুরDownload
১৭পশ্চিম মেদিনীপুরDownload
১৮পুরুলিয়াDownload
১৯উত্তর দিনাজপুরDownload
২০দক্ষিণ দিনাজপুরDownload
২১কলকাতা দক্ষিণDownload

পশ্চিমবঙ্গের ভোটার ২০২৫ লিস্ট, এখন সহজেই কয়েকটি ধাপ ফলো করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর দেখে নিতে পারবেন, লিস্টে নাম থেকে শুরু করে অভিভাবকদের নাম, বাড়ির নং, লিঙ্গ ও বয়সের তথ্য। মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে সহজেই কয়েকটি ধাপ ফলো করে Download করে নিন 2025 Voter List।

West Bengal 2025 Voter List Download / Voter 2025 List Download West Bengal

১) প্রথমে আপনাকে CEO West Bengal এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করে সরাসরি Voter List 2025 Download করতে পারবেন।

২) এরপর হোম পেজে Electors লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Download Electoral Roll এর নিচে থাকা Electoral Roll এ ক্লিক করুন।
৪) এরপর আপনার জেলা, বিধানসভা, ইত্যাদি উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোর্ড উল্লেখ করুন।

 Voter 2025 List West Bengal

৫) এরপর ভোট কেন্দ্র বেঁছে নিয়ে, পাশে থাকা Select বক্সে টিক মার্ক করে Download PDF এ ক্লিক করুন।
৬) এরপর ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে, এখন খুঁজে নিন আপনার ও পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা ভোটার লিস্টে।

West Bengal 2025 Voter List Download Link:- Download Now