ট্রেন্ডিং খবর

West Bengal Voter List 2025 Download: ভোটার তালিকা প্রকাশিত হলে, লিস্টে নাম চেক করুন মোবাইলে!

২০২৫ সালের সংশোধিত ভোটার তালিকা ২০২৫ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। হাতে থাকা স্মার্টফোন থেকে সহজেই ডাউনলোড করে দেখে নিন, ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

২০২৫ সালের নতুন সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হলো। ভোটার লিস্ট ২০২৫ থেকে দেখে নিন, নতুন লিস্টে আপনার ও পরিবারের সদস্যদের নাম উঠেছে কিনা! এর পাশাপাশি নতুন আবেদন করলে নাম উঠলো কিনা ও সংশোধন বা পরিবর্তন করলে তা ঠিক হয়েছে কিনা, সেই ভোটার তালিকা থেকে বাংলা ও ইংরেজি ভাষায় লিস্ট ডাউনলোড করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গের তরফ থেকে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন ২০২৫ ভোটার তালিকা প্রকাশিত হলো। সহজেই হাতের মোবাইল ফোন থেকে দেখে নিন সংশোধিত ভোটার তালিকায় আপনার নাম ও পরিবারের নাম উঠেছে কিনা।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যারা যারা এখনো নতুন করে ভোটার কার্ড তৈরি করেননি, এছাড়াও ভোটার কার্ডে কোনো কিছু ভুল রয়েছে ও এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হবে ইত্যাদি যাবতীয় সমস্যা অনলাইনে আবেদন করে ঠিক করে নিতে।

আপনি যদি নতুন করে ভোটার কার্ড তৈরি করে থাকেন কিংবা সংশোধন করে থাকেন বা আপনার কাছে একটি ভোটার কার্ড রয়েছে। তাহলে এখন দেখে নিন নতুন সংশোধিত ভোটার লিস্ট ২০২৫ এর তালিকায় আপনার নাম উঠেছে কিনা। সহজেই কয়েকটি ধাপ ফলো করে ভোটার তালিকা ২০২৫ ডাউনলোড করে দেখে নিন।

West Bengal Voter List 2025 Download

১) প্রথমে আপনাকে ceowestbengal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Electors অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে বিভিন্ন অপশন রয়েছে, সেখানে থাকা Download Electoral Roll এ ক্লিক করুন।

৪) এরপর পরবর্তী ধাপে রাজ্য, জেলা, বিধানসভার নাম সিলেক্ট করুন ও বাংলা নাকি ইংরেজি ভোটার লিস্ট ২০২৫ ডাউনলোড করতে চাচ্ছেন,তা উল্লেখ করে Final Roll 2025 থেকে ডাউনলোড করে নিন।

West Bengal Voter List 2025 Download Link:- Click 

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button