Voter SIR Form Status Check: আপনার ভোটার SIR ফর্ম BLO অনলাইন সাবমিট করেছে কি? দেখে নিন এক ক্লিকে

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে চলছে ভোটার SIR এর কাজ। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এনুমেরেশন ফর্ম কিংবা ভোটার গণনা ফর্ম। আপনি যদি ভোটার এসআইআর ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করে BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার কাছে জমা করে থাকেন, তাহলে অনলাইনে চেক করে দেখুন আপনার ফর্ম BLO App এ বুথ লেভেল অফিসার আপলোড করেছে কিনা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যদি কোনো ভোটার এখনো ভোটার এসআইআর ফর্ম অর্থাৎ গণনা ফর্ম না পেয়ে থাকেন, তাহলে সেই ভোটার টোল ফ্রি নম্বর ১৯৫০ এবং ০৩৩-২২৩১-০৮৫০ এই নাম্বারে ফোন করে সমস্ত তথ্য দিতে পারবেন। এছাড়াও চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। সেই নাম্বারে ভোটারের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর উল্লেখ করে এই নাম্বারে ৯৮৩০০৭৮২৫০ হোয়াটসঅ্যাপ করতে পারবেন। কিংবা চাইলে ইমেল ceo-election-wb@nic.in এ লিখেও পাঠাতে পারেন, এর ফলে কমিশন ৪৮ ঘন্টার মধ্যে পদক্ষেপ গ্রহন করবেন।

আপনি চাইলে মোবাইল কিংবা কম্পিউটার এর গুগল ব্রাউজার এর মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ভারতীয় নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ECINET এর মাধ্যমেও Voter SIR Form Status Check করে দেখে নিতে পারবেন। ভোটার এনুমেরেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ৪ঠা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যেসকল ভোটারের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের সকলকেই ভোটার এসআইআর ফর্ম পূরণ করতে হবে। গণনা ফর্ম পূরণ না করলে ৭ই ফেব্রুয়ারী ২০২৬ সালের ফাইনাল রোল ভোটার লিস্টে নাম আসবে না সেই সকল ভোটারদের।

ভোটার SIR ফর্ম Status Check পদ্ধতি – Voter SIR Form Status Check Online West Bengal – Voter Enumeration Form Online Status Check West Bengal

১) সর্বপ্রথম Voter Service Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। আপনাদের সুবিধার্থে নিচে উল্লেখিত লিংকে ক্লিক করেও সরাসরি ভোটার সার্ভিস পোর্টালেও আসতে পারবেন।

২) ভোটার সার্ভিস পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে, রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন। আর নতুন হলে Sign Up এ ক্লিক করে মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বার ও নাম ইত্যাদি উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।

৩) এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Service অপশনে থাকা Special Intensive Revision (SIR) – 2026 এই লেখার নিচে Fill Enumeration Form এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সিলেক্ট করুন। এরপর কোন ভোটারের SIR ফর্মের Status Check করতে চাচ্ছেন, সেই ভোটারের ভোটার কার্ড নাম্বার উল্লেখ করুন ও সার্চে ক্লিক করুন।

৫) যদি BLO সেই ভোটারের অনলাইন কিংবা অফলাইন ফর্ম ফাইনাল সাবমিট করে থাকে, তাহলে নিচে লেখা চলে আসবে Your form has already been submitted। আর যদি এখনো ফাইনাল সাবমিট না করে থাকে তাহলে Epic No, Not Found লেখা দেখা যাবে।

Voter SIR Form Online Status Check West Bengal Link:- ক্লিক করুন