লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন, কিন্তু টাকা পাননি এখনো? তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর! অবশেষে জানা গেলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসতে পারে, তার দিনক্ষন ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
গতকাল নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের আদলে আরও একটি সরকারি কর্মসূচি চালু করেন, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি বুথকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। রাজ্যের প্রায় ৮০,০০০ বুথের মানুষ, আমাদের পাড়া আমাদের সমাধান সেন্টারে নিজেদের মতামত জানাবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, ৩টি বুথ একত্র করে একটি করে সেন্টার বা ক্যাম্পের আয়োজন করা হবে। এই ক্যাম্পগুলিতে দুয়ারে সরকার ডেস্কও থাকবে, যেখানে নাগরিকরা তাঁদের ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, ২ আগস্ট, ২০২৫ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চালু হচ্ছে। এরজন্য রাজ্য সরকার প্রায় ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।
এদিন নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে আমাদের পাড়া আমাদের সমাধান – সরকারি প্রকল্প ঘোষণা করার সময় বলেন, “কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখেছেন এখনো পাননি, যেটা আমরা করতে পারি। সেগুলো ডিসেম্বর – জানুয়ারিতে আমরা করে দিবো, যেমন – লক্ষ্মীর ভান্ডার সহ কিছু আছে।”
এরফলে বোঝাই যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে, তাদের আবেদনের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর – জানুয়ারি মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ২৫ বছর ও সর্বোচ্চ ৬০ বছর বয়সের মধ্যে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর অনলাইন থেকে সহজেই Status চেক করে দেখে নিতে পারবেন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে। আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন – আধার কার্ড / মোবাইল নাম্বার / স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার / অ্যাপলিকেশন আইডি নাম্বার দিয়ে। নিচের ধাপ গুলো ফলো করে চেক করে দেখে নিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে –
Lakshmi Bhandar Prakalpa Status Check Online West Bengal –
১) প্রথমে আপনাকে https://socialsecurity.wb.gov.in/ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Track Applicant Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড / মোবাইল নাম্বার / স্বাস্থ্য সাথী কার্ড / অ্যাপলিকেশন আইডি নাম্বার বসিয়ে দিন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে দেখে নিন, আবেদন এর বর্তমান অবস্থা। এর পাশাপাশি টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টপ জমা হচ্ছে ইত্যাদি সমস্ত তথ্য।
www.lakshmi bhandar.gov.in status check / laxmi bhandar payment status check : Click