বেকার ভাতা / যুবশ্রী প্রকল্প অনলাইন আবেদন, ফ্রিতে ১৫০০ টাকা মাসে পাবেন

Published By: MD 360 NEWS | Updated:

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প(Yuvashree Prakalpa) চালু করেছেন। যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করলে, রাজ্য সরকার প্রত্যেক বেকার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি পাঠিয়ে দেয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি যদি বেকার হয়ে থাকেন? কোনরকম সরকারি চাকরি না করে থাকেন তাহলে আপনি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করার পর কোথাও গিয়ে ডকুমেন্টস জমা করতে হবে না। অনলাইনে আবেদন করলেই হয়ে যাবে, যদি এপ্রুভ হয়ে যায়। কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি…

Yuvashree Form Fill Up Online 2023. Bhata Online Apply 2023

১) প্রথমে আপনাকে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর New Enrollment Job Seeker এ ক্লিক করুন।
৩) এরপর Terms and Condition এ ক্লিক করে Accept & Continue এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, শারিরীক পরিমাপ ইত্যাদি বসিয়ে সাবমিট করুন।
৫) এরপর পরবর্তী পেজে নাম ও বয়সের প্রমান পত্র ও ঠিকানার প্রমান পত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 100KB এর মধ্যে Pdf আকারে ডকুমেন্টস আপলোড করে দিয়ে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে।
৬) আবেদন হয়ে গেলে আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি ও পাসওয়ার্ড চলে আসবে তা দিয়ে দেখতে পারবেন আপনার নাম লিস্টে আসছে কিনা। লিস্টে নাম থাকলে টাকা পাওয়া শুরু করবেন।

যুবশ্রী ফর্ম ফিলাপ 2023 কি কি লাগবে:- যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার সময় ডকুমেন্টস আপলোড করতে হবে 20KB থেকে 100KB এর মধ্যে PDF আকারে।

১) নাম ও বয়সের প্রমান পত্র হিসাবে:- MP Admit Card / MP certificate/ Transfer Certificate or Birth Certificate
২) বাসস্থানের প্রমান পত্র হিসাবে:- Ration Card/Voter ID Card/Passport/ Aadhaar Card
৩)জাতিগত শংসাপত্র হিসাবে:- Caste Certificate(SC/ST/OBC) [যদি থাকে]
৪) যদি শারীরিকভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে তা আপলোড করতে হবে।
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসাবে:- Marksheets or Certificates of all Exams passed / Transfer Certificate

Yuvashree Prakalpa Online Apply Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক