PhonePe-এর নামে ৫ হাজার টাকার লোভ, হোয়াটসঅ্যাপে পাঠানো এই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আমরা আমাদের চারপাশের কাছের মানুষদের খুব সহজেই বিশ্বাস করি।  ফলে সেই পরিচিত মানুষজন যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠান, তখন বেশিরভাগ ক্ষেত্রেই যাচাই না করেই আমরা তাতে ক্লিক করে ফেলি। কিন্তু সেখানেই লুকিয়ে থাকে বড় বিপদ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সম্প্রতি হোয়াটসঅ্যাপে PhonePe এর নাম করে একটি ভুয়া (spam) লিঙ্ক ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ৫ হাজার টাকা। সব জায়গাতেই এই ৫ হাজার টাকার টপিক নিয়ে আলোচনার ঝড় দেখা যাচ্ছে।  ঠিক কী কারণে ফোন-পে র দেওয়া ৫ হাজার টাকার লিঙ্ক ভাইরাল হয়েছে, তা নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল আরও বেড়েই চলেছে।

ভুয়া সেই লিঙ্কে ক্লিক করে হতে পারে তখন আপনার অজান্তেই আপনার সব ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়।  এ ছাড়া মোবাইল পারমিশন চলে যাচ্ছে অদৃশ্য হ্যাকারদের দখলে।  নিমেষের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে টাকা।  যদি কোনো লিঙ্ক নিয়ে সামান্যতম সন্দেহও হয়, তাহলে সেটিতে ক্লিক করার আগে অবশ্যই যে বা‌ যিনি লিঙ্কটি পাঠিয়েছেন, তাঁর কাছ থেকে জেনে নিতে হবে এটি কীসের লিঙ্ক এবং কোথা থেকে এসেছে।  নাহলে একটি ভুল সিদ্ধান্ত আপনার নিজের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

সর্বশেষে আমাদের এমডি ৩৬০ নিউজের পক্ষ থেকে জানানো যাচ্ছে, টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসা কোনো লিঙ্কই নিরাপদ নয়।  এ ধরনের প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।  নিজের তথ্য ও টাকার সুরক্ষায় সতর্ক থাকুন, সচেতন থাকুন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।