ISRO Recruitment 2025- ISRO বিশাল নিয়োগ – ইঞ্জিনিয়ার, নার্স, টেকনিশিয়ানসহ শতাধিক পদে আবেদন শুরু! জানুন বিস্তারিত

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) )-এর অধীনে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা (SDSC SHAR)-এ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

চন্দ্রযান ৩-এর সাফল্যের পর গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে ইসরো ( ISRO ) । এবার সেই ইসরোয় চাকরির সুবর্ণ সুযোগ!

বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০টিরও বেশি জনবল পদে নিয়োগ নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ করবে সাইন্টিস্ট, ইঞ্জিনিয়ার ,নার্স, রেডিয়োগ্রাফার, মেটেরোলজি, টেকিশিয়ান, রাঁধুনি ও অগ্নিনির্বাপক কর্মীসহ একাধিক পদে নিয়োগ করা হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে।
পদ গুলো হচ্ছে – কেমিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিযুক্ত করবে এই সংস্থা। এক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩টি পোস্ট। কেমিস্ট্রিতে ১টি পোস্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি পোস্ট এবং কেমিস্ট্রিতে ১ টি পোস্ট রয়েছে।

এছাড়াও স্বাস্থ্য ও কারিগরি বিভাগের বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে – 
১. রেডিয়োগ্রাফার (Grade A) পদে যোগ্য প্রার্থীর জন্য ২ বছরের রেডিয়োগ্রাফি ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।
২. নার্স (Grade B) পদে আবেদনের জন্য ৩ বছরের নার্সিং ডিপ্লোমা এবং রেজিস্ট্রেশন থাকা জরুরি।

এছাড়া টেকনিশিয়ান / ড্রাফটসম্যান পদে ITI বা NCVT থেকে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং রাঁধুনি পদে হোটেল বা ক্যান্টিনে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে বেতন মাসে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।

এবং টেকনিশিয়ান, ড্রাফ্টসম্যান ও রেডিওগ্রাফার পদের বেতন মাসে ৬৯,১০০ টাকা ও নার্স পদে মাসিক বেতন ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।

যোগ্যতা ও বয়সসীমা:

আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর পর্যন্ত তবে বয়সসীমা পদভেদে ভিন্ন হবে।

আবেদন ফি:
আবেদনের সময় প্রাথমিক ফি হিসেবে ৭৫০ টাকা জমা দিতে হবে।
মহিলা, তফসিলি জাতি( ST ) ও উপজাতি প্রার্থীরা ( SC ) পরবর্তীতে সম্পূর্ণ ফি ফেরত পাবেন। এবং OBC প্রার্থীরা ৫০০ টাকা ফেরত পাবে ।

এইসব পোস্টের জন্য অনলাইনে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন।


এই বিষয়ে বিশদ জানতে ISRO -র ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিবেন আপনাদের সুবিধার্থে নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে।

ISRO Recruitment Notification 2025 Download Link:Download Now

Related News