কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা। জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে পিএম-কিষাণ প্রকল্পের টাকা। পিএম-কিষাণ প্রকল্পের এবার ২১তম কিস্তির টাকা পাঠাতে চলেছে কেন্দ্র। ৯ কোটিরও বেশি কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি (DBT) পাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৬ হাজার টাকা করে পাঠিয়ে থাকেন কেন্দ্র সরকার। এই টাকা তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতি ৪ মাস অন্তর অন্তর মোট তিনটি কিস্তিতে এই টাকা পাঠানো হয়। সেই মতো পিএম-কিষাণ ২১তম কিস্তির টাকা পাঠানোর দিনক্ষন ঘোষণা হলো।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৯ নভেম্বর দুপুর ২ টার দিকে প্রায় ৯ কোটি পিএম-কিষাণ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বোতাম টিপে ২১তম কিস্তির ডিজিটাল হস্তান্তর করবেন। যেসকল কৃষক পিএম-কিষাণ প্রকল্পে আবেদন করেছেন, তারা এই প্রকল্পের আওতায় ২ হাজার টাকা পেতে চলেছেন। আর এই সুবিধা পেতে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নাম্বার লিংক থাকতে হবে।
পিএম-কিষাণ প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
১) সর্বপ্রথম পিএম-কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর New Farmer Registration এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪) এরপর পিএম-কিষাণ ফর্মটি পূরণ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৫) আবেদনের Status চেক করার জন্য পিএম-কিষাণ পোর্টালে এসে Status of Self Registered Farmer/ CSC Farmers – এ ক্লিক করুন।
৬) এরপর আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে কিনা। আবেদন এপ্রুভ হলে দেখে নিন, Beneficiary List এ নাম উঠেছে কিনা।
পিএম-কিষাণ Beneficiary List এ নাম চেক কিভাবে করবেন?
১) প্রথমে পিএম-কিষাণ এর অফিসিয়াল পোর্টালে আসুন।
২) এরপর হোম পেজে থাকা Beneficiary List এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করে Get Report এ ক্লিক করুন।
৪) এরপর দেখে নিন, লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকউন্টে ২১তম কিস্তির টাকা আসতে চলেছে।
পিএম-কিষাণ (PM Kisan) পোর্টাল লিংক- ক্লিক করুন














