দিল্লি বিস্ফোরণে যুক্ত নয়! ধৃত ৩ চিকিৎসকসহ চারজন NIA‑এর হেফাজত থেকে মুক্তি

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দিল্লির লালকেল্লার কাছে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে পুরো রাজধানী কেঁপে ওঠে। ঘটনার তদন্ত করছে তদন্তকারী সংস্থা (এনআইএ)। জানা গিয়েছে, ধৃত উমর-উন-নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। এই ঘটনায় জড়িত সন্দেহে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন- ড. রেহান, ড. মোহাম্মদ, ড. মুস্তাকিম এবং সার বিক্রেতা দিনেশ সিংলাকে একজন সার বিক্রেতা ছাড়া বাকি তিনজন আল-ফালাহ‌ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ পায়, এই ঘটনাকে কেন্দ্র করে তিন দিনের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত বিশ্লেষণের পর এনআইএ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তাই রবিবার চারজনকেই মুক্তি দেওয়া হয়েছে। সার বিক্রেতা দিনেশের ক্ষেত্রেও বিস্ফোরকের রাসায়নিক সংগ্রহের বিষয় খতিয়ে দেখা হয়েছিল।তদন্তে দিল্লিকাণ্ডের সঙ্গে তাঁদের কোনও যোগসূত্র মেলেনি।

প্রসঙ্গত, বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং ৩০-এর বেশি আহত হয়েছেন। ফরেনসিক পরীক্ষায় ডিএনএ মিলিয়ে আত্মঘাতী ড্রাইভার হিসেবে ড. উমর উন নবিকে শনাক্ত করে। তিনি আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের জেনারেল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা।

এ পর্যন্ত মেওয়াত থেকে সাতজনকে আটক করা হয়েছে, যার মধ্যে চারজনকে মুক্তি দেওয়া হয়েছে। এনআইএ জানিয়েছে, মুক্ত হওয়া ব্যক্তিদের দিল্লি বিস্ফোরণের সঙ্গে কোনো নির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। তবে তাদের উপর নজর রাখার ব্যবস্থা চলবে।

Related News