রাজ্যে রাস্তায় চলে প্রায় লক্ষ লক্ষ টোটো। আর এবার পশ্চিমবঙ্গের টোটো চালকের জন্য সুখবর দিলো রাজ্য পরিবহন দপ্তর। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে টোটো রেজিস্ট্রেশন, আর তার শেষ তারিখ ছিলো ৩০শে নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে সকল টোটো চালকদের তাদের টোটোকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। এরজন্য নির্দিষ্ট একটি পোর্টাল ও চালু করেন রাজ্য পরিবহন দপ্তর TTEN Registration Portal নামে।
অবৈধ টোটো বন্ধ করা ও টোটো চালকদের রেজিস্ট্রেশন এর আওতায় এনে একদিকে যেমন সরকারের কাছে হিসেব থাকবে। অপরদিকে টোটো চালকদের সামাজিক সুরক্ষার মধ্যে আনা ও দূর্ঘটনাজনিত সুযোগ সুবিধা সহ বিভিন্ন সুবিধা প্রদান করাই সরকারের মূল উদ্দেশ্য। তাই সকল টোটো চালকদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে, টোটো থাকলে রেজিস্ট্রেশন করতে হবে ৩০শে নভেম্বর এর মধ্যে। তবে এবার স্বস্থির খবর চালকদের জন্য, টোটো রেজিস্ট্রেশন এর সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত করা হয়েছে।
টোটো চালকেরা তাদের টোটো আগামী ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। বুধবার পরিবহণসচিব সৌমিত্র মোহন একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দিয়েছেন। টোটো বা ই-রিকশা রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১শে ডিসেম্বর করা হয়েছে। সরাসরি অনলাইনে কিংবা নিকটবর্তী ডিলারের সাহায্য নিয়ে, টোটো চালকেরা তাদের টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি কোনো টোটো চালক, তার টোটো রেজিস্ট্রেশন না করে থাকে! তাহলে সেই টোটো রাস্তায় চলাচল করতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন পরিবহন মন্ত্রী। টোটো রেজিস্ট্রেশন এর মাধ্যমে টোটো চালকেরা, তাদের টোটোর জন্য নম্বর প্লেট থেকে শুরু করে একটি বার কোড পাবেন।
এখন ৩০শে নভেম্বর থেকে বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত করা হলো টোটো রেজিস্ট্রেশন এর সময়সীমা। এই সময়ের মধ্যে সকল চালকদের তাদের টোটোকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ভাবে করতে হবে। অনলাইন টোটো রেজিস্ট্রেশন করার জন্য খরচ পরবে রেজিস্ট্রেশন এবং ১ বছরের রিনুয়্যাল ফি মোট ১৭৪০ টাকা। এছাড়াও রেজিস্ট্রেশন এবং ১৮ মাসের রিনু্য়্যাল ফি সহ মোট ২৯৪০ টাকা খরচ পরবে। চালকেরা তাদের টোটো অনলাইন ১৭৪০ টাকা কিংবা ২৯৪০ টাকা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে টোটো রেজিস্ট্রেশন অনলাইন করতে পারবেন আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।











