আধার নতুন অ্যাপে আধার কার্ড সংশোধন অনলাইনে বাড়িতে বসে দেখুন – Aadhar Mobile Number Update Online

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য আর যেতে হবে না আধার সেন্টার। এখন বাড়িতে বসেই আধারের ভুল সংশোধনের পাশাপাশি করা যাবে, আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক। UIDAI এর তরফ থেকে আনা হয়েছে একটি নতুন আধার অ্যাপ (Aadhaar App), এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই করা যাবে আধার কার্ডের একগুচ্ছ কাজ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আধার কার্ডে মোবাইল নম্বর লিংক কিংবা পুরনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর যুক্ত করার যাবে ফেস অথেনটিকেশনের মাধ্যমে। শুধু তাই নয়, নতুন আধার অ্যাপে (New Aadhaar App) দেওয়া হয়েছে আরও বেশ কিছু ফিচার। আধার কার্ড ডাউনলোড (Aadhaar Card Download) করার জন্য দরকার হতো আধার OTP অর্থাৎ আধার কার্ডে থাকতে হতো মোবাইল নম্বর লিঙ্ক (Aadhar Mobile Number Link)। এখন আধার কার্ডে মোবাইল নম্বর লিংক না থাকলেও, শুধুমাত্র ফেস অথেনটিকেশন এর মাধ্যমে আধার কার্ড ডাউনলোড হবে OTP ছাড়াই (Aadhaar Card Download Without OTP)।

আধার নতুন অ্যাপের মাধ্যমে একদিকে OTP ছাড়াই যেমন আধার কার্ড ডাউনলোড করা যাবে। অপরদিকে বাড়িতে বসেই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন করা যাবে। এছাড়াও আধার নতুন মোবাইল অ্যাপের (Aadhaar New App Download) মাধ্যমে আধারে থাকা ভুল নাম সংশোধন এর পাশাপাশি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন / সংশোধন, আধার কার্ডে জিমেইল আইডি লিংক বা পরিবর্তন ও করা যাবে। তবে বর্তমানে আধার নতুন অ্যাপের মাধ্যমে যেসকল সুবিধা পাওয়া যাচ্ছে তা হলো – ওটিপি ছাড়াই আধার কার্ড ডাউনলোড (Aadhar Card Download Free) এবং আধার কার্ডে নতুন মোবাইল নাম্বার লিংক বা আপডেট বাড়িতে বসেই। তবে বাকি ফিচার গুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আধার নতুন অ্যাপে।

কিভাবে আধার নতুন অ্যাপ ব্যবহার করবেন? কিভাবে ডাউনলোড করবেন ও কোথায় পাবেন আধার নতুন অ্যাপ? বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে। আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা গেলেও, আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করার জন্য খরচ পরবে ৭৫ টাকা। যা অনলাইনে আধার নতুন অ্যাপেই পেমেন্ট করতে হবে।

Aadhar Card Mobile Number Link Online Step By Step –

১) প্রথমে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে Aadhaar অ্যাপটি ডাউনলোড করে নিন। এর পাশাপাশি ফেস অথেনটিকেশন এর জন্য Aadhaar Face Rd অ্যাপলিকেশন ও ডাউনলোড করতে হবে। যা প্লে স্টোর ও অ্যাপ স্টোরে উপলব্ধ রয়েছে। এছাড়াও আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।

২) এরপর Aadhaar অ্যাপটি খুলুন ও পারমিশন গুলো Allow করে দিন। এরপর আধার কার্ড নম্বর উল্লেখ করে ফেস অথেনটিকেশন সম্পন্ন করুন।

৩) এরপর আপনার সামনে Dashboard চলে আসবে, সেখানে আধার কার্ডের তথ্য দেখতে পারবেন। আধার কার্ড ডাউনলোড করার জন্য Share ID তে ক্লিক করে Download Aadhaar এ ক্লিক করে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

৪) আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করার জন্য, নিচে থাকা Service এর মধ্যে My Aadhaar Update এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে Mobile Number Update এ ক্লিক করে Continue এ ক্লিক করুন। এরপর নতুন নাম্বার উল্লেখ করে OTP verify ও ফেস অথেনটিকেশন সম্পন্ন করুন।

৬) পরবর্তী পেজে অনলাইনে ৭৫ টাকা পেমেন্ট করলেই, একটি পেমেন্ট রিসিভ কপি পেয়ে যাবেন। এরপর স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপের হোম পেজের নিচে থাকা Service > My Aadhaar Update এ ক্লিক করুন। এরপর নিচে দেখে নিন কি কি আপডেট করেছেন, তার তথ্য গুলো চলে আসবে। আধার কার্ডে মোবাইল নম্বর লিংক হতে সর্বোচ্চ ৩০ দিন লাগতে পারে, তবে অনেক ক্ষেত্রে তা ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে লিংক হয়ে যায়।

Aadhaar Card New App Download Link:- Download Now

Aadhar Face Rd App Download Link:- Download Now