৫৫ ভোটার নিখোঁজ হুগলির চাঁপদানিতে, দেওয়ালে তালিকা ঝুলালেন বিএলও

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হুগলির চাঁপদানিতে ৫৫ জন ভোটারকে খুঁজে না পেয়ে পাড়ার দেওয়ালে নোটিস ঝুলিয়েছে বুথ লেভেল অফিসার (BLO)। স্থানীয়রা ভোর থেকে তালিকা দেখতে ভিড় জমাচ্ছেন। কেউবা ক্যামেরাবন্দি করছেন,কেউ আবার নাম মিলিয়ে দেখছেন চেনা কারও নাম আছে কি না এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এস‌আইআর নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে, একজন বিল‌এল‌ও কে এনিউমারেশন ফর্ম নিয়ে একজন ভোটারের বাড়িতে তিনবার যেতে হবে। এরপরও যোগাযোগ না হলে এলাকাতেই নোটিস দিয়ে জানাতে হয়। চাঁপদানিতে সেই নিয়ম মেনেই নোটিস ঝোলানো হয়েছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, চাঁপদানি বিধানসভার ১১১ নম্বর বুথে ২৫ জন এবং ১১২ নম্বর বুথে ৩০ জন ভোটারকে পাওয়া যায়নি। একই ঘটনা বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দুটি বুথেও হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, BLO রা‌ তিনবার বাড়ি গিয়ে ভোটারের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেন। এরপরও না পেলে পাবলিক নোটিস দেন তারা।

নোটিশ প্রকাশ করার পর এলাকা জুড়ে শুরু হয়েছে সোরগোল, এলাকাবাসীর কেঁউ কেঁউ বলেন তারা যদি ভোটার না হয়ে থাকেন তাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হোক।