SSC GD 2026 Recruitment: ২৫,৪৮৭টি পদে কনস্টেবল জিডি নিয়োগ! কারা যোগ্য?

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, এসএসসির তরফ থেকে কনস্টেবল জিডি (SSC GD) পদে। যেখানে মোট ২৫,৪৮৭ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন, তাহলে দেখে নিন কিভাবে আবেদন করবেন?

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত থাকতে হবে, কতদিন পর্যন্ত চলবে অনলাইন আবেদন, বেতন কত রয়েছে, কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

শূন্যপদের বিন্যাসঃ

ForceMaleFemaleGrand Total
SCSTOBCEWSURTotalSCSTOBCEWSURTotal
BSF7858113532225241172054992616
CISF1918139129581321554713135205152326150627146014595
CRPF87032134359825235366158278661245490
SSB25716741217675217640000001764
ITBP146139219109486109924253816911941293
AR161302278157658155614302510711501706
SSF3262102300000023
Total34332091532924161019823467269222436189904202025487

মাসিক বেতনঃ– উপরে উল্লেখিত পদে মাসিক বেতন থাকবে পে লেভেল ৩ অনুযায়ী, ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।

বয়সঃ- কনস্টেবল জিডি পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ২৩ বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ– উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই ০১/০১/২০২৬ এর মধ্যে মাধ্যমিক পাশ করা থাকতে হবে।

পরীক্ষা: কনস্টেবল জিডি পদে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা সহ মোট ১৩ টি ভাষায় কম্পিউটার বেস্ট পরীক্ষা (CBT) হবে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.ssc.gov.in এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিশ ভালো ভাবে দেখে এরপর আবেদন করুন।

আবেদন ফিঃ– মহিলা, SC / ST এবং ESM প্রার্থীদের আবেদন ফি লাগবে না। কিন্তু বাকি জেনারেল ও OBC প্রার্থীদের অনলাইন ১০০ টাকা পেমেন্ট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখঃ– ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে অনলাইন আবেদন। আবেদন করতে ভুল হলে সংশোধন করার সময়সীমা ৮ই জানুয়ারি ২০২৬ থেকে ১০ই জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। পরীক্ষার সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি ও এপ্রিল ২০২৬।

SSC GD 2026 Online Apply Link:- Click Now
SSC GD 2026 Recruitment Notification Download Link:- Download Now