প্রাথমিক ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে নাকি বাতিল হবে? কাল দুপুর ২টোয় নির্ভর করবে তাদের ভবিষ্যত?

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আর কয়েকঘন্টার অপেক্ষা! রাত পোহালেই প্রাথমিক ৩২ হাজার চাকরি বাতিল মামলার রায়। গোটা রাজ্যবাসী অপেক্ষায় কি রায় দিবে হাইকোর্ট আগামীকাল অর্থাৎ ৩রা ডিসেম্বর, বুধবার। আগামীকাল দুপুর ২ টায় এই মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন সরকারি প্রাইমারি স্কুলে। তবে সেই নিয়োগে উঠে আসে দুর্নীতির অভিযোগ। এরপর সেই মামলা চলে যায় হাইকোর্টে। এরপর হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন। শুধু তাই নয় সময় বেঁধে দেওয়া হয় তিন মাস, এই তিন মাসের মধ্যে নিয়োগ প্রকিয়া সম্পন্ন করতে বলা হয়। এরপর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ।

অবশেষে নানান জটিলতা ও ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হওয়ার পর কলকাতা হাইকোর্টে রায় ঘোষণার দিন ঠিক হলো। আগামীকাল দুপুর ২ টোর দিকে রায় ঘোষণা করবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। রাজ্যের প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার নজর থাকছে এই রায়ের দিকে। কেননা, প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের আগামীকালের রায়ের উপরে।

Related News