নতুন দল তৈরি করা কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। আজ সোমবার বেলডাঙার সভা মঞ্চ থেকেই জনতা উন্নয়ন পার্টির নাম প্রকাশ করেন।
হুমায়ূন কবিরের নেতৃত্বে রাজনৈতিক দলটির কেন্দ্রীয় চেয়ারম্যান পদে হূমায়ুন কবির নিজেই রয়েছে। এ ছাড়া তিনি মুর্শিদাবাদের বেলডাঙা ও ভরতপুর এই দুই কেন্দ্র থেকেই নিজেই লড়বেন। যদিও বর্তমানে ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির। এছাড়াও ঘোষণা অনুযায়ী, খড়গপুর গ্রামীণ থেকে হাজী ইবরার হোসেন, বৈষ্ণবনগর থেকে মুসকেরা বিবি, মুর্শিদাবাদ থেকে মণীশা পান্ডে, ভগবানগোলা থেকে হুমায়ুন কবীর, রানিনগর থেকে ডা. হুমায়ুন কবীর, হরিরামপুর থেকে ডা. ওহিদুর রহমান এবং বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায় প্রার্থী পদে চূড়ান্ত করা হয়েছে। আজ বেলডাঙা সভা মঞ্চ থেকে এসব ব্যক্তির নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, হুমায়ুনের নতুন দলের দলীয় প্রতীক হিসেবে ‘টেবল’ ও ‘জোড়া গোলাপ’ চিহ্ন ব্যবহারের অনুমতির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে।
হুমায়ন কবিরের নতুন রাজনৈতিক দল গঠনের পেছনে সংখ্যালঘুদের ভোট ব্যাংক উদ্দেশ্য কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন বিজেপিকে পশ্চিমবঙ্গে আসার সুযোগ করে দেওয়ার জন্য।
অন্যদিকে, হুমায়ুন কবীরের এই নতুন রাজনৈতিক দল গঠনকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, হুমায়ুন কবির পূর্বঘোষণা দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন এর মধ্যে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য।
