মহাকাশ গবেষণায় আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল ভারত। ভারী ওজনবিশিষ্ট দেশের সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 -M6 উৎক্ষেপণ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বুধবার সকাল ৮টা বেজে ৫৫ মিনিটে এই ভারী ওজনের BlueBird Block-2 communication satellite কে সঙ্গে নিয়ে বহন করবে ৷
ইসরোর তরফ থেকে জানানো হয়,এটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট। যার ফলে এটি সরাসরি স্মার্টফোনের উচ্চ-গতির 4G ও 5G ব্রডব্যান্ড সংযোগ সরবরাহ করবে। পার্বত্য ও দূর্গম যেসব এলাকার নেটওয়ার্ক বিচ্ছিন্ন সেখানে এটি পরিষেবা দিবে।
প্রসঙ্গত, এটি LVM3-M6 মিশনের মাধ্যমে LVM3 রকেটের ছয় তম সফল উৎক্ষেপণ। প্রায় ৬৪০ টন ওজনের এই তিন-পর্যায়ের ভারী রকেটটি শক্তিশালী ক্ষমতার জন্য ‘বাহুবলী’ নামেই বেশি পরিচিত।
উৎক্ষেপণ সফল হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান, ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে এই সাফল্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

