ইডি‌ তল্লাশির পর অবশেষে মুখ খুলল আই-প্যাক বিজেপি, কংগ্রেস, আম আদমি ও তৃণমূলের হয়েও কাজ করেছি!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দিনভর উত্তেজনা শেষে অবশেষে মুখ খুলল আই-প্যাক ভোট কুশলী সংস্থা।  বৃহস্পতিবার আই প্যাক‌ এ ইডির তল্লাশির পর রাজপথে নেমে আসেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এছাড়াও এদিন চড়া শুরে আক্রমণ‌ও করেন বিজেপিকে।  শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম ধরেও হুঁশিয়ারি দেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অবশেষে মুখ খুলল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আই প্যাক সংস্থা।  আই প্যাক এর বিবৃতিতে জানানো হয়, বুধবারের দিনটি তাদের জন্য খুবই কঠিন ছিল।  হঠাৎ এই ঘটনার ফলে তারা হতাশ হলেও আইন মেনে তদন্তকারী সংস্থা ইডিকে‌ পুরো সহযোগিতা করা হয়েছে বলে জানান এবং ভবিষ্যতেও করা হবে বলে জানিয়েছে ভোট কুশলী সংস্থা আই-প্যাক।

বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, তারা কোনও রাজনৈতিক দল নয় এবং ভোটের হয়েও লড়াইও করে না।  বিবৃতিতে এও বলেন গত দশ বছরের বেশি সময় ধরে তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছে।  বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ একাধিক দলের সঙ্গে কাজ করেছেও বলে বিবৃতিতে উল্লেখ করেন।  এছাড়াও আই-প্যাক জানিয়েছেন তাঁরা আগের মতোই কাজ করে চলবে।  তাঁদের কাজ বন্ধ হবে না।

প্রসঙ্গত, কয়েক বছর পুরোনো কয়লা পাচার মামলার তদন্তে শনিবার সকালে ভোট কুশলী সংস্থা আই-প্যাক এর অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডিহানা দেয়।  এদিন ইডি অভিযোগ করেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির সময় হস্তক্ষেপ করে এবং পুলিশের সহায়তায় ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেয়।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।