একদিকে এসআইআর ঘিরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ বাড়ছে, অন্যদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মাধ্যমিকের (দশম শ্রেণির) অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়। কমিশনের চিঠিতে উল্লেখ করেছে, এসআইআর এর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনওভাবেই গ্রহণযোগ্য হবে না।
উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এসআইআর এর ক্ষেত্রে মোট ১৩টি নথিকে বৈধ হিসেবে ধরা হবে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল। সেগুলি হল
১) কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র ও পেনশন পেমেন্ট অর্ডার
২) ১ জুলাই, ১৯৮৭-র আগের নথি
৩) জন্ম শংসাপত্র
৪) পাসপোর্ট
৫) শিক্ষাগত শংসাপত্র
৬) ডোমিসাইল শংসাপত্র
৭) বনাধিকার শংসাপত্র
৮) জাতিগত শংসাপত্র
৯) জাতীয় নাগরিক পঞ্জিতে (NRC) নাম
১০) বংশলতিকা সংক্রান্ত শংসাপত্র
১১) সরকারের দেওয়া জমির নথি
১২) আধার কার্ড
১৩) বিহারের এসআইআর সংক্রান্ত নথি

এতদিন নির্দিষ্ট তালিকার বাইরে কোনও নথি গ্রহণ করা হবে না বলে জানানো হলেও, সেই তালিকা থেকেই এদিন বাদ দেওয়া হল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এমনটাই জানাল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন বলেন, আগে কমিশনের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিলো সে অনুযায়ী শুনানির যাছাইয়ের জন্য গ্রহণযোগ্য নথির তালিকায় মাধ্যমিক (দশম শ্রেণির) অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত ছিল না।
