এবার ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে রাজ্যের বাজেট অধিবেশনেই এ সংক্রান্ত বিল পেশ করতে পারে সরকার। সম্প্রতি রাজ্যের তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও যোগাযোগ মন্ত্রী নারা লোকেশ জানান, শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমশই বাড়ছে ।বিপথে চালিত হচ্ছে এর ফলে মানসিক ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক-সহ প্রধান সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে এবং কোম্পানিগুলিকে কঠোর বয়স যাচাই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে আন্ধ্রপ্রদেশ সরকার অস্ট্রেলিয়ার মতো করে ১৬ বছর কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমাবদ্ধ বা নিষেধ করার বিষয়ে চিন্তা করছে।
উল্লেখযোগ্য, বিলটি পাশ হলে অন্ধ্রপ্রদেশ হতে পারে ভারতের প্রথম রাজ্য, যেখানে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হলে ১৬ বছরের অধিক বয়সী হতে হবে।
