EWS অর্থাৎ Economically Weaker Section সার্টিফিকেট তৈরি করা আরও সহজ হয়ে গেলো। এখন সহজেই অল্প কিছু নথি দিয়ে সহজেই EWS সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন ও অনলাইন থেকে EWS সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
EWS সার্টিফিকেট কি?
EWS-এর পূর্ণরূপ হলো Economically Weaker Section, যার বাংলা অর্থ — অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সাধারণ (General) শ্রেণিভুক্ত সেইসব ব্যক্তিদের জন্য, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। পরিবারের বার্ষিক আয় 8(Eight) লক্ষ টাকার বেশি নয়।
EWS সার্টিফিকেট থাকার ফলে আপনি সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় অন্যান্য সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) মতো সংরক্ষণের সুবিধা পাবেন।
EWS সার্টিফিকেট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে?
1. আবেদনকারীর আধার কার্ড / খাদ্যসাথী কার্ড(Aadhaar Card / Khadyasathi Card)
2. আবেদনকারী বা তার পিতা-মাতার ভোটার কার্ড বা নাগরিকত্ব শংসাপত্র(EPIC or Citizenship Certificate of applicant or parent(s))
3. আবেদনকারী ও অন্যান্য পরিবারের সদস্যদের PAN কার্ড (যার যেটা প্রযোজ্য)(PAN Card of applicant and other family members – whichever are applicable)
4. জন্ম শংসাপত্র (যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত)বা মাধ্যমিক/সমমান পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্র (Birth Certificate issued by competent authority / Admit Card or Certificate of Madhyamik or equivalent exam)
5. গত তিন বছরের আয়কর রিটার্ন (ITR) – আবেদনকারী ও পরিবারের অন্যান্য সদস্যদের (যদি প্রযোজ্য হয়) (ITR for the past three years of applicant and family – if applicable)
6. ইনকাম সার্টিফিকেট – যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত (Income Certificate issued by the competent authority)
7. বাসিন্দা শংসাপত্র / রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণ) (Residential Certificate / Domicile in West Bengal)
8. ROR / পর্চা / রেজিস্টার্ড ডিড-এর প্রমাণপত্রের জেরক্স কপি (Certified copies of ROR / Parcha / Registered Deed)
9. জাতিগত শংসাপত্র – প্রার্থী গ্রাম পঞ্চায়েত প্রধান / পৌরসভার চেয়ারম্যান / কর্পোরেশনের কাউন্সিলরের কাছ থেকে (যেটা প্রযোজ্য) (Certificate in support of Caste from Pradhan / Chairman / Councillor – whichever applicable)
10. পারিবারিক আয়, সম্পত্তি এবং জাতি সংক্রান্ত স্বঘোষণা (Annexure-B ফরম্যাটে)(Self Declaration regarding family income, assets and caste – in prescribed Format, Annexure-B)
EWS সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি?
EWS সার্টিফিকেট আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://castcertificatewb.gov.in/ এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। নিচের ধাপ গুলো ফলো করে আবেদন করুন –
1) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর EWS এ ক্লিক করে Apply For EWS এ ক্লিক করুন।
3) এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করুন ও ফটো আপলোড করে সাবমিট করুন।
4) এরপর আবেদন ফর্ম গুলো প্রিন্ট করে ও উপযুক্ত ডকুমেন্টস সহকারে নিকটবর্তী BDO/SDO অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে।
EWS Application Status Check?
1) প্রথমে https://castcertificatewb.gov.in/ এর অফিসিয়াল পোর্টালে আসুন।
2) এরপর EWS এ ক্লিক করে Application Check এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Application No উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
4) এরপর দেখে নিন EWS Certificate Approved হয়েছে কিনা, হলে ডাউনলোড করুন।
EWS Certificate Online Download West Bengal?
1) প্রথমে আপনাকে https://castcertificatewb.gov.in/ এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
2) এরপর EWS এ ক্লিক করে Download Certificate এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে সার্টিফিকেট নাম্বার ও নাম বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন।
West Bengal EWS Certificate Online Apply Link:- Apply Now
West Bengal Cast Certificate Website Link:- Click NowNow
West Bengal EWS Certificate Online Download Link:- Click Now
EWS Annexure B Form Fill Up & Download: Download Now