Amader Para Amader Samadhan Camp List 2025: কাল থেকে কবে কোথায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প দেখুন লিস্ট

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিঃ আগামীকাল, অর্থাৎ ২রা আগস্ট ২০২৫, শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথকে বরাদ্দ করা হবে ১০ লক্ষ টাকা, যা ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকার ছোটো ছোটো সমস্যাগুলোর সমাধান করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উল্লেখযোগ্যভাবে, এই অর্থ দিয়ে সংশ্লিষ্ট বুথে থাকা সমস্যাগুলি — যেমন: ভাঙা রাস্তা, পানীয় জলের অভাব (কল বসানো), স্কুল ভবনের ছাদের সমস্যা, আলোর ব্যবস্থা ইত্যাদি

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো — জনগণের ছোটো ছোটো অভিযোগগুলো দ্রুত ও স্থানীয়ভাবে সমাধান করা, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনা যায়। এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প চালু করেছেন।

আপনার বুথে কবে কোথায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসবে, দেখুন-

১) প্রথমে আপনাকে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Find My Camp এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার জেলার নাম, বিধানসভা, ব্লক/লোকাল বডি, গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সিলেক্ট করুন।
৪) নিচে সমস্ত লিস্ট চলে আসবে, সেখান থেকে দেখে নিন বিস্তারিত।
৫) এছাড়াও আপনার বুথ অনুযায়ী সার্চ করে দেখে নিতে পারবেন, কোথায় কবে ক্যাম্প বসতে চলছে।

Amader Para Amader Samadhan Website Link:- Click

আগামীকাল, ২রা আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে ৩রা নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ — ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্প।

এই কর্মসূচির অধীনে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক ও বুথে মোট ২৭,০০০-এরও বেশি ক্যাম্প আয়োজন করা হবে। এই ক্যাম্পগুলিতে স্থানীয় বাসিন্দারা এসে তাঁদের এলাকার ছোটো-বড়ো সমস্যাগুলি — যেমন রাস্তা খারাপ, পানীয় জল নেই, নিকাশি সমস্যা, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্রের ঘাটতি ইত্যাদি — সরাসরি জানাতে পারবেন।

অভিযোগ জানালে কী হবে?
স্থানীয় মানুষজন যে সমস্যার কথা জানাবেন, সেই অভিযোগগুলি যাচাই করে ৯০ দিনের মধ্যে সমস্যার সমাধানে কাজ শুরু করবে প্রশাসন।

“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের মূল লক্ষ্য হল স্থানীয় স্তরে সরাসরি নাগরিক অংশগ্রহণ বাড়িয়ে, বাস্তব সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা।