এলআইসি (LIC) তে চাকরির সুযোগ ৮৪১ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল,বিস্তারিত দেখুন

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Lic AAO Notification 2025: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) AAO এবং AE নিয়োগ 2025 এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) এবং অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) পদে অনলাইনে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা। আবেদন শুরু হয়েছে ১৬ আগস্ট ২০২৫ থেকে, চলবে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে licindia.in।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদসংখ্যা ও পদের নাম:  মোট শূন্যপদ ৮৪১টি। যার মধ্যে –
• অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) – ৮১টি শূন্যপদ
• অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) স্পেশ্যালিস্ট – ৪১০টি শূন্যপদ
• অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO-Generalist) – ৩৫০টি শূন্যপদ।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
AAO (Generalist) পদে আবেদন করার জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকলেই আপনি এলআইসি- র এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন স্কেল:
৫৩ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২ হাজার টাকা পর্যন্ত এছাড়া থাকা সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

বয়সসীমা:
২১ বছর বয়স থেকে ১ আগস্ট থেকে সর্বোচ্চ বয়স ৩০ পর্যন্ত হতে হবে তাহলে আবেদনকারীরা আবেদন করতে পারবে।

আবেদন ফি: SC/ST ও PwBD প্রার্থীদের ৮৫ টাকা আবেদন ফি দিতে হবে। এবং অন্যান্য প্রার্থীদের ৭০০ সাথে GST ও ট্রানজাকশন চার্জ সহ আবেদন ফি দিতে হবে।

এছাড়াও গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৫
  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
  • অ্যাডমিট কার্ড প্রকাশ: পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে
  • প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩ অক্টোবর ২০২৫
  • মেন পরীক্ষার তারিখ: ৮ নভেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রিলিমিনারি, মেন, ইন্টারভিউ ও প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে LIC-এর প্রার্থীদের নির্বাচন করা হবে । প্রিলিমিনারি উত্তীর্ণদের মেনে বসার সুযোগ, মেন উত্তীর্ণদের ইন্টারভিউ, ইন্টারভিউ উত্তীর্ণদের মেডিক্যাল পরীক্ষা, এরপর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ। এছাড়াও বিস্তারিত তথ্য LIC-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

Recruitment of AAO (Generalists/ Specialists/ Assistant Engineers) 2025 | Official website of Life Insurance Corporation of India: Download

Related News