WBJEE Result Date 2025: WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশ হলো না ৪ মাসেও

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স (wbjee 2025) বোর্ডের অধীনে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি ভর্তি পরীক্ষা গত ২৭ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়। এর ফলাফল ৭ আগস্ট প্রকাশ হবে বলে জানানো হয়েছিল। তবে ওবিসি মামলার জটের জন্য এখনো ফলাফল প্রকাশ করতে পারেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ।এমতাবস্থায় চিন্তায় পড়েছেন রাজ্য জয়েন্টে বসা পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা ৷ ভবিষ্যতের কথা ভেবে অনেকে বেসরকারি কলেজগুলোতে ‘অ্যাডমিশন’ নিয়ে ফেলেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জয়েন্ট বসা পড়ুয়ারা অধীর আগ্রহে থাকলেও এখনো ফল প্রকাশের আনুষ্ঠানিক দিনক্ষণ ঠিক করতে পারেনি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
পড়ুয়াদের অভিযোগ ফলাফল প্রকাশ না হওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত তারা। তা ছাড়া অনেক পড়ুয়ারা ফলাফল প্রকাশ না হওয়ায় কোথাও আবেদনেরও সুযোগ পাচ্ছেন না কোথায় অ্যাডমিশন নিবে কোথায় যাবে–এসব জটিলতা থেকে যাচ্ছে জয়েন্ট পড়ুয়াদের।

এরমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে,তা নিয়ে ভোট ব্যাংক রাজনীতিতেই আটকে আছে রাজ্য সরকার, এছাড়াও তিনি বলেন অন্য রাজ্যে ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু হলেও পশ্চিমবঙ্গের ছাত্ররা এখনো অনিশ্চয়তায়। রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী।

এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায়। বুধবার নিজস্ব এক্স (টুইটার)–এ তিনি লিখেছেন,

“Result ঘোষণা হবে আশা করা যায় 22.08.2025 – দয়া করে আর date আর পেছবেন না। যথেষ্ট সময় নষ্ট হয়েছে, ক্ষতিও হয়েছে।”

২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশে হাইকোর্ট জানায়, ওবিসি তালিকাভুক্ত ৬৬টি শ্রেণির জন্য নির্ধারিত ৭ শতাংশ সংরক্ষণ মেনে ২২ আগস্ট নতুন মেধাতালিকা তৈরি করে প্রকাশ করতে হবে।

ইতিমধ্যে বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, এসসি, এসটি ও ওবিসি শ্রেণির জয়েন্ট পড়ুয়াদের ২১ আগস্টের মধ্যে ওয়েবসাইটে তাদের সার্টিফিকেট আপলোড করতেই হবে।

২২ আগস্টের মধ্যে মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফলফল অথবা ২১ আগস্টের পর যেকোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে।