এবার থেকে বিপিটি (ব্যাচেলর অফ ফিজিওথেরাপি) ডিগ্রীধারীরা তারা নাকি ডাক্তার নন এমনই আদেশ জারি করা হয়েছে,ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যসেবা অধিদপ্তরে (DGHS)। তাতে বলা হয়েছে, ফিজিওথেরাপিস্টরা কেউ তাদের নামের আগে ডাক্তার (Dr.) পদবি ব্যবহার করতে পারবেন না।
পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ডাঃ সুনীতা শর্মা জানান ‘ডাক্তার’ শব্দটি ব্যবহার করে, ফিজিওথেরাপিস্টরা ভারতীয় মেডিকেল ডিগ্রি আইন, ১৯১৬ এর লংঘন করছে।
এবার থেকে MBBS ও BDS’র বাইরে চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে আর কোন ব্যক্তি তাদের নামের পূর্বে ডাক্তার লিখার সুযোগ পাচ্ছে না।
কি এই ফিজিওথেরাপি চিকিৎসা,কেন তাদের বলা যাবেনা ডাক্তার
BPT (Bachelor of Physiotherapy): এই ডিগ্রিটি সাধারণত ৫ বছর মেয়াদী হয়ে থাকে, এরমধ্যে একবছর ইন্টার্নশিপ রয়েছে!
ফিজিওথেরাপি চিকিৎসার মূল ভিত্তি হল শারীরিক ফাংশন পুনরুদ্ধার করা এবং ব্যথা কমানো, যা বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, ব্যায়াম এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে করা হয়। এর লক্ষ্য হল রোগীদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা এবং তাদের শারীরিক কার্যকলাপ উন্নত করা। এই চিকিৎসায় ওষুধের ব্যবহার তুলনামূলকভাবে কম হয়।
২০২১ এর অধীনে, ফিজিওথেরাপিস্টরা আইনত ডাক্তার হিসাবে স্বীকৃত হলেও সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে NCAHP কর্তৃক এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ডক্টর’ (Dr) উপাধিটি কেবলমাত্র আধুনিক চিকিৎসা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং ইউনানির মতো চিকিৎসকরাই ব্যবহার করতে পারে। নার্সিং এবং প্যারামেডিক্যাল কর্মী সহ অন্য কোনও শ্রেণীর চিকিৎসা পেশাদারদের এই উপাধি ব্যবহার করার অনুমতি নেই জানান স্বাস্থ্য অধিদপ্তর।
২০২৫ সালের এপ্রিলে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস (NCAHP) কর্তৃক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফিজিওথেরাপিস্ট’রা নামে আগে ‘Dr’ এবং নামের পরে ‘PT’ ব্যবহার করতে পারবেন। তবে শুধুমাত্র ‘ডাক্তার’ পরিচয় নেওয়া যাবে না।