রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এস.এল.এস.টি ( SLST) পরীক্ষা শেষ হওয়ার একদিন না যেতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) থেকে ২ হাজার ৩০৮টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বলা হয়েছে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । এছাড়াও RCI (রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া) অনুমোদিত স্পেশাল এডুকেশনে D.Ed. (ডিপ্লোমা ইন এডুকেশন) ডিগ্রির থাকা লাগবে। সাধারণ ডি.এড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। সঙ্গে প্রার্থীদের TET (Teacher Eligibility Test) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যারা আগে থেকেই TET পাস করেছেন, তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, পর্ষদ আলাদা করে তাদের জন্য TET পরীক্ষার তারিখ জানাবে।
আবেদনের ফি:
ওবিসি প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ৫০০ টাকা ও জেনারেল প্রার্থীদের ৬০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি (SC), উপজাতি(ST), প্রতিবন্ধী প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফ থেকে আবেদনের তারিখ এখনো ঘোষণা করে নি তবে খুব শিগগিরই শুরু হবে বলে আশাবাদী।
(চাকরি, ব্রেকিং নিউজ, ভাইরাল টপিক, টেক ইনফরমেশন ও বিভিন্ন আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন md360news )