আধার কার্ড আপডেট কিংবা সংশোধন, এছাড়াও মোবাইল নাম্বার লিংক হোক বা ফটো পরিবর্তন ইত্যাদি কাজের জন্য নতুন খরচের তালিকা প্রকাশ করলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। ইউআইডিএআই এর তরফ থেকে আধার সংক্রান্ত যাবতীয় কাজের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা চলতি মাস অর্থাৎ অক্টোবর থেকে কার্যকর শুরু হয়েছে। আগে যেখানে ৫০ টাকা খরচ হতো এখন সেখানে দিতে হবে ৭৫ টাকা, এছাড়াও কিছু কাজে দিতে হবে ১২৫ টাকা পর্যন্ত খরচ।
১ অক্টোবর ২০২৫ থেকে দেশজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে, এখন থেকে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে দিতে হবে ১২৫ টাকা চার্জ। অর্থাৎ আপনি যদি আধার কার্ডের আঙুলের ছাপ, চোখের মণি কিংবা মুখের ফটো পরিবর্তন কিংবা আপডেট করতে চান তাহলে খরচ হবে ১২৫ টাকা, যা আগে ছিলো ১০০ টাকা।
তবে ইউআইডিএআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ৫ বছর থেকে ৭ বছরের মধ্যে একবার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও ১৫ বছর থেকে ১৭ বছর বয়সের মধ্যেও একবার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে কেউ যদি এই বয়সের মধ্যে একের বেশি বায়োমেট্রিক আপডেট করতে চায়, তাহলে তাকে দিতে হবে ১২৫ টাকা চার্জ। তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (Uidai) এর তরফ থেকে এটাও জানানো হয়েছে, যদি ৭ বছর থেকে ১৫ বছর বয়সের মধ্যে কেউ আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করেন, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
অন্যদিকে ডেমোগ্রাফিক আপডেট করার জন্য খরচ পরবে ৭৫ টাকা, আগে যা ছিলো ৫০ টাকা। ডেমোগ্রাফিক আপডেট বলতে বোঝায় – নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা এবং মোবাইল নম্বর পরিবর্তন কিংবা সংশোধন বা আপডেট। তবে কেউ যদি বায়োমেট্রিক আপডেট এর সাথে ডেমোগ্রাফিক আপডেট করে থাকে, তাহলে ডেমোগ্রাফিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে। উদাহরণস্বরূপ – আপনি আধার কার্ডের আঙুলের ছাপ, চোখের মণি কিংবা মুখের ছবি পরিবর্তন করার পাশাপাশি নাম, ঠিকানা কিংবা মোবাইল নাম্বার লিংক ইত্যাদি কাজ করলে শুধুমাত্র ১২৫ টাকা খরচ হবে, ডেমোগ্রাফিক আপডেট এর ৭৫ টাকা চার্জ দিতে হবে না।
ইউআইডিএআই এর তরথ থেকে প্রকাশিত নোটিশে আরও জানানো হয়েছে, ডকুমেন্ট আপডেট অর্থাৎ যদি কোনও ব্যক্তি তাঁর পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদির কোনও নথি ‘মাই আধার’ পোর্টাল থেকে অনলাইন সাবমিট করে, তাহলে তা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এই সুবিধাটি আগামী বছরের ১৪ই জুন ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে। তবে, আধার সেন্টার থেকে ডকুমেন্ট আপডেট করলে খরচ পরবে ৭৫ টাকা, আগে যা ছিলো ৫০ টাকা। আধার কার্ড তৈরি করার পর থেকে কেউ যদি আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট কিংবা ডেমোগ্রাফিক আপডেট না করে থাকে, তাহলে তাকে ‘মাই আধার’ পোর্টাল থেকে কিংবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে দুটো ডকুমেন্টস আপডেট (PoA/PoI Document) করতে হয়।
আধার কার্ড আপডেট খরচ তালিকা- 1.10.2025 থেকে 30.9.2028 তারিখ পর্যন্ত
ক্র. নং | সার্ভিস | Rate of assistance to registrar (₹, incl. GST) | Fee to be collected from resident (₹, incl. GST) |
---|---|---|---|
1 | ০–৫ বছরের শিশুদের জন্য আধার তৈরি (ECMP/UC বা CEL ক্লায়েন্ট) | ₹75 | Free of cost |
2 | ৫ বছরের বেশি বয়সীদের জন্য আধার তৈরি | ₹125 | Free of cost |
3 | বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (৫–৭ বছর এবং ১৫–১৭ বছর) | ₹125 | Free of cost |
4 | বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (৭–১৫ বছর ও ১৭ বছরের বেশি) | – | ₹125 |
5 | অন্যান্য বায়োমেট্রিক আপডেট (ডেমোগ্রাফিক আপডেটসহ/বিনা) | – | ₹125 |
6 | ডেমোগ্রাফিক আপডেট (এক বা একাধিক ফিল্ড — অনলাইন/সেন্টারে) | – | ₹75 |
7 | PoA/PoI ডকুমেন্ট আপডেট (এনরোলমেন্ট সেন্টারে) | – | ₹75 |
আধার কার্ড আপডেট খরচ তালিকা- 1.10.2028 থেকে 30.9.2031 তারিখ পর্যন্ত
ক্র. নং | সার্ভিস | Rate of assistance to registrar (₹, incl. GST) | Fee to be collected from resident (₹, incl. GST) |
---|---|---|---|
1 | ০–৫ বছরের শিশুদের জন্য আধার তৈরি (ECMP/UC বা CEL ক্লায়েন্ট) | ₹90 | Free of cost |
2 | ৫ বছরের বেশি বয়সীদের জন্য আধার তৈরি | ₹150 | Free of cost |
3 | বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (৫–৭ বছর ও ১৫–১৭ বছর) | ₹150 | Free of cost |
4 | বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (৭–১৫ বছর ও ১৭ বছরের বেশি) | – | ₹150 |
5 | অন্যান্য বায়োমেট্রিক আপডেট (ডেমোগ্রাফিক আপডেটসহ/বিনা) | – | ₹150 |
6 | ডেমোগ্রাফিক আপডেট (এক বা একাধিক ফিল্ড — অনলাইন/সেন্টারে) | – | ₹90 |
7 | PoA/PoI (ঠিকানা/পরিচয় প্রমাণ) ডকুমেন্ট আপডেট (সেন্টারে) | – | ₹90 |
8 | PoA/PoI ডকুমেন্ট আপডেট SSUP (myAadhaar Portal) এর মাধ্যমে | – | ₹90 |
9 | আধার সার্চ (eKYC ব্যবহার করে / আধার খুঁজে বের করা) ও রঙিন প্রিন্টআউট (A4 সাইজ) | – | ₹50 |