New Driving Licence Online Apply West Bengal 2025: নতুন স্মার্ট ডাইভিং লাইসেন্স অনলাইন আবেদন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ আপনাকে সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা (Driving Licence Fine 2025) করতে পারেন। প্রতিটি ড্রাইভারের কাছে বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আপনি সহজেই এখন বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন (Driving Licence Online Apply West Bengal) করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে এখন চিপ যুক্ত স্মার্ট ডাইভিং লাইসেন্স দেওয়া হয় আবেদনকারী ড্রাইভারদের। আর স্মার্ট ডাইভিং লাইসেন্স পেতে RTO অফিসে যাওয়ার দরকার নেই, পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি বাড়িতে চলে আসে ড্রাইভিং লাইসেন্স। তাহলে চলুন দেখে নেই কিভাবে অনলাইন ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স বানাতে কত টাকা খরচ রয়েছে?

ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার আগে ড্রাইভারদের দুটো টেস্ট অর্থাৎ পরীক্ষা দিতে হয়। একটি হলো লার্নার লাইসেন্স পরীক্ষা – যা অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে দিতে পারবে কিংবা নিকটবর্তী RTO Office এ গিয়েও অফিসে বসে পরীক্ষা দিতে পারবে ড্রাইভার। আর দ্বিতীয়ত হলো ড্রাইভিং টেস্ট – এখানে দেখা হয় ড্রাইভার যে গাড়ি চালানোর জন্য লাইসেন্স চাচ্ছে, তিনি সেই গাড়ি চালাতে কতটা দক্ষ।

ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রথমে Learner Licences Apply করতে হবে। এরপর LL Test পাশ করলে সাথে সাথে লার্নার লাইসেন্স অনলাইন থেকে ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। লার্নার লাইসেন্স পাওয়ার ৩০ দিন পর ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন করতে হবে। তবে লার্নার লাইসেন্স হাতে পাওয়ার পর ড্রাইভার সেই লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন, তবে অবশ্যই গাড়ির পিছনে কিংবা সাথে বৈধ লাইসেন্স রয়েছে এমন ড্রাইভারকে সাথে রাখতে হবে। এছাড়া গাড়ির সামনে লাল রং এর L লিখে দিতে হবে।

লার্নার লাইসেন্স হাতে পাওয়ার ৩০ দিন পর Driving Licence Apply করতে হবে অনলাইনে। ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন ও পেমেন্ট করার পর নিজের সময়মতো স্লট বুক করতে হবে। ওই নির্দিষ্ট দিনে নিকটবর্তী কিংবা যে RTO Office আবেদন করার সময় উল্লেখ করেছেন, সেখানে যেতে হবে সমস্ত ডকুমেন্টস সহকারে। RTO Office এ প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এরপর ফটো ও সিগনেচার নেওয়া হবে ও শেষ ধাপ ড্রাইভিং টেস্ট দিতে হবে। ড্রাইভিং টেস্ট পরীক্ষায় পাশ করলে পোস্ট অফিসের মাধ্যমে চিপ যুক্ত স্মার্ট ডাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন। আরও বিশদে জানতে নিকটবর্তী RTO Office এ যোগাযোগ করুন।

বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে খরচ ২৪০ টাকা ও ৭৪০ টাকা মোট ৯৮০ টাকা। এছাড়াও আরও বিস্তারিত ফি জানতে পরিবহনের অফিসিয়াল পোর্টাল ফলো করুন।

Driving Licence Online Apply West Bengal Website Link:- Apply Now