Nobel Prize 2025: রসায়নে নোবেল পুরস্কার তিন বিজ্ঞানীর, দেখুন বিস্তারিত!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রসায়ন বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। তাদের আবিস্কৃত ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা ধাতু–জৈব কাঠামোর জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ বুধবার( ৮ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কর্তৃপক্ষ জানায়, এই তিন বিজ্ঞানী এমন এক আণবিক কাঠামো তৈরি করেছেন যার ভেতর দিয়ে গ্যাস ও তরল পদার্থ সহজেই প্রবাহিত হতে পারে। এই কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও জল সংগ্রহ করা যায়, কার্বন ডাই–অক্সাইড ধরে রাখা যায়, এমনকি বিষাক্ত গ্যাস সংরক্ষণ ও রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটানো সম্ভব। তাদের বানানো কাঠামোয় ধাতব আয়ন থাকে একেকটি খুঁটির মতো, আর সেই আয়নগুলোকে যুক্ত রাখে লম্বা লম্বা জৈব অণু।

এগুলো একসঙ্গে মিলে এমন এক ধরনের স্ফটিক তৈরি করে যার ভেতরে অনেক ছোট ছোট গহ্বর বা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর মধ্য দিয়েই গ্যাস ও তরল সহজে প্রবেশ ও বের হতে পারে। এবং এ কাঠামো বা জিনিসগুলোর নাম হলো ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস ।

সুসুমু কিটাগাওয়া জন্ম ১৯৫১ সালে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি থেকে হাইড্রোকার্বন কেমিস্ট্রিতে পিএইডি করেছেন। নোবেল পুরস্কারের আগে তিনি ২০০৮ সালে হামবোল্ডট রিসার্চ প্রাইজ ও ডি জিনি প্রাইজে সম্মানিত হয়েছেন। বর্তমানে তিনি ওই ইউনিভার্সিটিতে পড়ান।

অন্যদিকে, রিচার্ড রবসন ব্রিটিশ নাগরিক জন্ম ১৯৩৭ সালে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়ান।

ওমর এম ইয়াঘি ১৯৬৫ সালে জন্ম জর্ডানের আম্মানে। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনইস থেকে পিএইচডি করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও বার্কলি ইউনিভার্সিটিতে পড়ান।

আরও পড়ুনঃ ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে তিন জন,দেখুন!

উল্লেখ্য, রসায়নে এখন পর্যন্ত ১১৬ বার নোবেল পুরস্কার দিয়েছে নোবেল কমিটি। এই তালিকায় সবচেয়ে বেশি বয়সে নোবেল পেয়েছিলেন জন বি. গুডএনাফ, ৯৭ বছর বয়সে। আর সবচেয়ে কম বয়সে পেয়েছিলেন ফেদ্রিক জোলিয়ট, মাত্র ৩৫ বছর বয়সে।

এছাড়াও প্রতি বছরের মতো এবারও অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয়েছে নোবেল ঘোষণা। এবং ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।

Related News