টেক টিপস
আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক ও পরিবর্তন বাড়িতে বসে? নতুন নিয়ম
আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক এখন খুব সহজেই। আপনি এখন বাড়িতে বসেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন ও নতুন আধার কার্ড ও আবেদন করতে পারবেন। দেখুন কিভাবে…
Aadhar Card Mobile Number Link. Aadhar Card Mobile Number Update. Aadhar Card Mobile Number Change Online.
১) প্রথমে আপনাকে নিচে কিংবা উপরে দেওয়া লিংকে ক্লিক করুন।
২) এরপর আপনি যার আধার কার্ড আবেদন করতে চান কিংবা আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক বা আপডেট করতে চান তার নাম বসিয়ে দিন।
৩) এরপর তার ঠিকানা, মোবাইল নাম্বার ও জিমেইল আইডি বসিয়ে দিন।
৪) এরপর আপনি নতুন আধার কার্ড আবেদন করতে চান নাকি মোবাইল নাম্বার লিংক করতে চান তা সিলেক্ট করুন।
৫) সবকিছু বসিয়ে দিয়ে সাবমিট করুন পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে ফাইনাল সাবমিট করতেই আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বার দিয়ে Click to Track your Request এই অপশনে ক্লিক করে Status দেখতে পারবেন।
৬) এরপর আপনার বাড়ি IPPB এর তরফ থেকে কর্মী এসে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করে দিয়ে যাবে। এরজন্য কোনো ডকুমেন্টস লাগবে না কিন্তু ৫০ টাকা খরচ হবে। আর নতুন আধার কার্ড ৫ বছর কিংবা তার কম বয়সী শিশুদের হবে এরজন্য বাবা/মায়ের আধার কার্ড লাগবে ও শিশু বয়সের প্রমাণ পত্র। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন নতুন আধার কার্ড।
ওয়েবসাইট লিংকঃ– Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক