টেক টিপস

আধার কার্ড সংশোধন,মোবাইল নাম্বার লিংক অনলাইনে MyAaadhaar

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

যদি আপনার আধার কার্ডে নাম ভুল থাকে, বাবার নাম ভুল থাকে কিংবা স্বামীর নাম ভুল রয়েছে অথবা ঠিকানা পরিবর্তন করতে হবে কিংবা জন্ম তারিখ সংশোধন বা নতুন করে মোবাইল নাম্বার বা জিমেইল আইডি লিংক করতে হবে বা আধার কার্ডের পুরনো ছবি পরিবর্তন করতে হবে।তাহলে এখন খুব সহজেই আপনি তা পরিবর্তন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড সংশোধন করার জন্য আপনাকে আর বার বার আধার সেন্টার যেতে হবে না।এখন ঘরে বসে অনলাইনেই আধার কার্ড আপডেট করার জন্য Appointment নিতে পারবেন। Aadhaar Card Online Appointment নিলে আপনি খুব সহজেই আপনার আধার কার্ড সংশোধন করতে পারবেন এরজন্য প্রয়োজন হবে না বারবার আধার কেন্দ্র যেতে।

কিভাবে অনলাইন আধার কার্ড Appointment নিতে হয় দেখুনঃ-
১) প্রথমে আপনাকে আধার কার্ডের ওয়েবসাইটে আসতে হবে। আপনি চাইলে আধার কার্ডের দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি এসে এই কাজ করতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ- 

২) এরপর Book An Appointment এ ক্লিক করুন।
৩) এরপর Proceed To Book Appointment এ ক্লিক করুন।
৪) এরপর মোবাইল বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) পরবর্তী পেজে Update Aadhaar এ ক্লিক করুন।
) এরপর আধার কার্ড নাম্বার ও নাম বসিয়ে দিন।এরপর কি কি সংশোধন করতে চান, সেইসমস্ত ঘর সিলেক্ট করুন।
৭) এরপর পরের পেজে সঠিক তথ্য লিখুন,অর্থাৎ আধার কার্ড যা যা ভুল হয়েছে এখন সঠিক ভাবে তা ফিলাপ করুন।


৮) এরপর আপনার নিকটবর্তী আধার কেন্দ্র লিস্টে সার্চ করে খুজে নিন ও আপনার সময় মতো তারিখ ও সময় সিলেক্ট করে সাবমিট করে এগিয়ে যান।
৯) এরপর ৫০ টাকা বা ১০০ টাকা দিয়ে অনলাইন Appointment Book করুন।
১০) আপনার সিলেক্ট করা সেন্টার, সময় ও তারিখ অনুয়ায়ী ডকুমেন্টস সহকারে সেই সেন্টার এ আসুন ও আধার কার্ড আপডেট করে নিন।

Aadhaar Card Online Appointment Book করলে আপনাকে শুধু একবারেই আধার সেন্টারে গিয়ে আধার কার্ড আপডেট করে আসতে হবে।তাও আবার আপনার সময় ও তারিখ মতো।বুঝতে অসুবিধা হলে নিচের লিংকে ক্লিক করে ভিডিওি দেখে নিনঃ- ভিডিও লিংক

Related Articles

Back to top button