টেক টিপস

প্যান কার্ড আবেদন করুন ফ্রিতে ৫ মিনিটে,বাড়ি চলে আসবে কার্ড e Pan Card Apply

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

যদি আপনাদের প্যান কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি নতুন একটি প্যান কার্ড অর্ডার করতে পারবেন, যেই প্যান কার্ড আপনার পোস্টের মাধ্যমে বাড়িতে চলে আসবে। কিংবা আপনি যদি Instant e Pan Card Online Apply করে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই প্যান কার্ড অনলাইন ডাউনলোড করা ছাড়া আপনার বাড়িতে আসবে না।তবে e Pan Card বাড়িতে আনার জন্য আবেদন করার পর আপনাকে Reprint করতে হবে। তাহলেই আপনি আপনার বিনামূল্যে আবেদন করা প্যান কার্ডটি বাড়িতে আনতে পারবেন। দেখে নিচ্ছি কিভাবে আপনি e Pan Card বা নষ্ট বা হারিয়ে যাওয়া প্যান কার্ড বাড়িতে আনতে পারবেন। নিচের ধাপ গুলো ফলো করুন…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Instant e Pan Card Online Apply Process:-

১) প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইট লিংকঃ- 


২) এরপর Instant E-Pan Card এ ক্লিক করুন।
৩) এরপর Get New e Pan Card এ ক্লিক করুন।
৪) আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৫) মোবাইলে OTP আসবে তা বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে।
৬) এরপর আধার কার্ড এ থাকা সমস্ত তথ্য নাম,ছবি,ঠিকানা ইত্যাদি সহ চলে আসবে এরপর সাবমিএ করতে হবে তাহলে প্যান কার্ড আবেদন হয়ে যাবে।১০ মিনিট পর আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।

e Pan Card Online Download Process:-

১) প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
ওয়েবসাইট লিংকঃ- 


২) এরপর Instant e Pan Card এ ক্লিক করুন।
৩) এরপর Download Pan Card এ ক্লিক করুন।
৪) আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
৫) মোবাইলে OTP আসবে তা বসিয়ে দিন ও সাবমিট করে এগিয়ে যান।
৬) এরপর Download e Pan Card এ ক্লিক করে ডাউনলোড করুন।

Pan Card Verify Online Process:

১) প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইট লিংকঃ-


২) এরপর Verify Your Pan এ ক্লিক করুন।
৩) এরপর প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Continue করুন।
৪) এরপর OTP বসিয়ে দিয়ে সাবমিট করে দেখে নিন, Pan Card Verify হয়েছে কিনা।

Pan Card Reprint Online / Reprint Pan Card Online Process:-

1) প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইট লিংকঃ- 


২) এরপর Pan Card Number, Aadhaar Card Number, Date Of Birth ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার/জিমেইল আইডি সিলেক্ট করে Generate OTP তে ক্লিক করুন।
৪) মোবাইলে OTP আসবে তা বসিয়ে দিয়ে Validate এ ক্লিক করুন।
৫) এরপর আপনাকে ৫০ টাকা দিতে হবে Physical Pan Card পাওয়ার জন্য। পেমেন্ট করতে হবে অনলাইনে , পেমেন্ট এর অপশন সিলেক্ট করে Proceed To Payment এ ক্লিক করুন।
৬) টাকা পেমেন্ট করে দিন।এরপর Acknowledgement Number পেয়ে যাবেন পরবর্তীতে Status চেক করার জন্য।


৭) এরপর ৭ দিন থেকে ১৫ দিন অপেক্ষা করুন, আপনার বাড়িতে প্যান কার্ড চলে আসবে কিংবা পোস্ট অফিসে যোগাযোগ করবেন।

Related Articles

Back to top button