ছাব্বিশের নির্বাচনের আগে ভোটের মুখে রাজনৈতিক ময়দানে যেভাবে সক্রিয়তা বাড়াচ্ছে শাসক দল তৃণমূল। পাশাপাশি রাজ্য সরকারের গত দেড় দশকের কাজকে সামনে রেখে নতুন করে প্রচার শুরু করেছে তৃণমূল। এর মাঝে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে হাজির হন অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
আজ বিকেলে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে রাজ্য সরকারের গত ১৫ বছরের কাজের বিবরণ সম্বলিত নথি তুলে দেওয়া হয় অভিনেতার হাতে। সাক্ষাৎকালে পারস্পরিক সৌজন্য বিনিময় হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এছাড়াও তৃণমূলের থেকে দাবি, বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও সামাজিক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই এই প্রচার কর্মসূচি।
