বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পাকা বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা। ইতিমধ্যেই রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১ লক্ষ ২০ হাজার টাকা পাঠিয়ে রাজ্য সরকার। এবার দ্বিতীয় ধাপে প্রায় ১৬ লক্ষ উপভোক্তা পেতে চলেছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা।
এরজন্য ইতিমধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলেছে রাজ্য। অপরদিকে প্রতিটি উপভোক্তার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে Self Declaration Form সাবমিটের লিংক। যেখানে গিয়ে উপভোক্তাদের অনলাইনে OTP ভেরিফাই করে ফর্মটি সাবমিট করলেই ডিসেম্বরে পেয়ে যাবে প্রথম কিস্তি ৬০ হাজার টাকা।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের Self Declaration ফর্মট সাবমিট করবেন? সাবমিট হয়েছে কিনা, বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।
১) প্রথমে আপনার রেজিস্ট্রার মোবাইলে আসা লিংকে ক্লিক করতে হবে। মেসেজ না পেলে নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসুন।
২) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে OTP ভেরিফাই করুন।
৩) পরবর্তী পেজে Self Declaration ভালো ভাবে পড়ুন ও ব্যাঙ্কের তথ্য মিলিয়ে নিন, নিচে থাকা Verify Using Aadhaar OTP এর বক্সে টিক মার্ক করুন ও Accept এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Aadhaar Authentication সম্পন্ন করুন, আধার নাম্বার উল্লেখ করুন, নিচের বক্সে টিক মার্ক দিয়ে Get OTP তে ক্লিক করুন।
৫) এরপর আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে OTP Verify করুন।
৬) পরবর্তী পেজে Status Accept দেখতে পারবেন ও UDIN নাম্বার দেখতে পারবেন। আপনার Self Declaration আবেদন Complete।
বাংলার বাড়ি প্রকল্প Self Declaration Form সাবমিট লিংক– Click Now
বিস্তারিত আসতেছে….