ব্যাঙ্কে আধার লিংক নেই সরকারি সুবিধা বন্ধ!চেক করুন লিংক আছে কিনা মোবাইলে
সরকারি স্কলারশিপ থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড অত্যন্ত জরুরি। এখন যেকোনো রকম স্কলারশিপ কিংবা সরকারি প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
আর এরজন্য অবশ্যই আবেদনকারীরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নাম্বার লিংক করে নিতে হয়। যদি কোনো সুবিধাভোগী আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিংক না করে থাকে,তাহলে তিনি সেই প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হতে পারে।
আমাদের অনেকের কাছেই একের বেশি ব্যাঙ্কে,অ্যাকাউন্ট নাম্বার খুলে রাখা রয়েছে।
আপনি এখন বাড়িতে বসেই খুব সহজেই আধার কার্ড কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে তা চেক করতে পারবেন। নিচের কয়েকটি ধাপ ফলো করলেই তা আপনি জানতে পারবেন।
How To Check Bank Account and Aadhaar Card Link Status Check. Bank Aadhar Link Status
১) প্রথমে আপনাকে Direct Benefit Transfer Government of India এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর DOCUMENTS>Aadhaar/Uidai এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Citizen Corner এ ক্লিক করে Citizen’s Bank Account-Aadhaar linking status এ ক্লিক করুন।
৪) নতুন একটি পেজ খুলে আসবে সেখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে চেক করে দেখে নিন,কোন ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড নাম্বার যুক্ত রয়েছে।
Bank Aadhar Link Status Check Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক