কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার থেকে বাকি প্রকল্পের টাকা পাঠানো হলো আজকে, চেক করুন

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজ নবান্ন সভাঘর থেকে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা আবেদনকারীদের একাউন্টে পাঠানো শুরু করলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পরিষেবা পৌঁছেছে মৎস্যজীবী থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া মানুষসহ বাড়ির মহিলা ছাত্র- ছাত্রী সহ অনেকের কাছে এবং বিপুল সাড়া‌ মিলে তাঁতে।

কত মানুষ এই দুয়ারে সরকার শিবিরের কোন প্রকল্পের মাধ্যমে উপকৃত তা‌ নিম্নরুপ –

লক্ষ্মীর ভান্ডার‌ :- ২ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার মানুষ লক্ষ্মীর ভান্ডার‌ দ্বারা উপকৃত।
স্বাস্থ্য সাথি:- ১ কোটি ৫৯ লক্ষ ৯ হাজার পরিবারের স্বাস্থ্য সাথি সুরক্ষা প্রদান করছেন স্বাস্থ্য সাথি প্রকল্প।
কণ্যাশ্রী‌:- ১৫ লক্ষ ৪৪ হাজার ছাত্রীর ভবিষ্যত উজ্জ্বল করেছেন কণ্যাশ্রী‌ প্রকল্প।

কৃষকবন্ধু:- ৩৯ লক্ষ ২২ হাজার কৃষকের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে কৃষক বন্ধু প্রকল্প।

জাতিগত শংসাপত্র:- ৪৪ লক্ষ ৮ হাজার মানুষকে জীবনের মূল স্রোতে ফিরে এনেছেন জাতিগত শংসাপত্র
খাদ্যসাথি:- ৫০ লক্ষ ৫৭ হাজার মানুষের নিকট খাদ্য পৌছাচ্ছেন খাদ্য‌ সাথি প্রকল্প। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্প, মোট ৩৩টি প্রকল্প।

বাংলার প্রায়‌ ৭ কোটি ১৮ লক্ষ মানুষের মুখে হাসি ফুটাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্প।

কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে চলতি খারিফ মরশুমের জন্য ৯ ৪ লক্ষের বেশী কৃষককে মোট ২৬০২ কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক কিভাবে করবেনঃ-

১) প্রথমে আপনাকে Krishak Bandhu এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।

২) এরপর নথিভূক্ত কৃষকদের তথ্যে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদনকারীর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চ করুন।
৪) এরপর দেখে নিন টাকা এসেছে নাকি আসেনি। ( কৃষক বন্ধু নিয়ে কোনোরকম জানার থাকলে কল করুন 8597974989
6291720406 Time: 10am – 6pm)

Website Link:- Click 

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author