রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়েই চাকরি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলিতে আবেদন করতে পারবেন। বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা,কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচটি পদে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিম্নে এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে-

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নাম:-কুক
মাসিক বেতন:-8000/-
বয়সসীমা:-20থেকে40 বছর বয়সের মধ্যে হতে হবে।
এছাড়া,সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ:-1টি(মহিলা)
যোগ্যতা:-উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে।
স্থানীয় ভাষা জানা আবশ্যক।


পদের নাম:-এটেন্ডেন্ট
মাসিক বেতন:-5000/-
বয়সসীমা:–20থেকে40 বছর বয়সের মধ্যে হতে হবে।
এছাড়া,সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ:-UR-1টি,SC-1টি,ST-1টি(এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য)।
যোগ্যতা:-উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে।
স্থানীয় ভাষা জানা আবশ্যক।
পদের নাম:-নিউট্রিশনিস্ট
মাসিক বেতন:-25,000/-
বয়সসীমা:-21থেকে40 বছর বয়সের মধ্যে হতে হবে।
এছাড়া,সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।


শূন্যপদ:-1টি(মহিলা)
যোগ্যতা:-ফুড এবং নিউট্রিশন BSC বা MSC করা থাকতে হবে,সাথে কম্পিউটার জানা থাকতে হবে।
পদের নাম:-মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার
মাসিক বেতন:-18,000/-
বয়সসীমা:-21থেকে40 বছর বয়সের মধ্যে হতে হবে।
এছাড়া,সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।


শূন্যপদ:-1টি
যোগ্যতা:-স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
কম্পিউটার জানা থাকতে হবে।
পদের নাম:-ক্লিনিক্যাল সাইকোলজিস্ট/ সাইকোলজিস্ট
মাসিক বেতন:-ক্লিনিক্যাল সাইকোলজিস্ট-30,000/-
সাইকোলজিস্ট-28,000/-
বয়সসীমা:-21থেকে40 বছর বয়সের মধ্যে হতে হবে।
এছাড়া,সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শূন্যপদ:-1টি
যোগ্যতা:-ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকোলজি তে স্নাতকোত্তর হতে হবে।
আবেদন পদ্ধতি– প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, এবং কম্পিউটারের দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর তারিখ- ৩ ও ৪ জানুয়ারি, ২০২২।চাকরিস্থল থেকে বাড়ির দূরত্ব যদি ৫ কিমি মধ্যে হলে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন যোগ্য।

Official Website:- Click
Official Notice Download Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক।