BSF Tradesman New Vacancy 2025: বিএসএফে পুরুষ–নারী মিলিয়ে ৩৫৮৮ শূন্যপদে মাধ্যমিক পাশে নিয়োগ,আবেদন পদ্ধতি

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

BSF Tradesman vacancy 2025: বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একাধিক শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ করছে। কনস্টেবল ট্রেডসম্যান (Constable Tradesman Recruitment 2025) পদের একাধিক বিভাগে মোট ৩ হাজার ৫৮৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ পুরুষ এবং মহিলা উভয়েই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ ২৩ আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মোট ৩,৫৮৮টি পদের মধ্যে ৩,৪০৬টি পদ পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত, যেখানে ১৮২টি পদ মহিলা প্রার্থীদের জন্য।

আবেদনের যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারেন৷
২. পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারেন৷
৩. ধোপা, নাপিত, ঝাড়ুদার, দর্জি, প্লাম্বার, চিত্রশিল্পী প্রভৃতি ট্রেডে আবেদন করতে হলে মাধ্যমিক পাশ সহ ITI সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিএসএফ কর্তৃক নেওয়া ট্রেড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং রান্নাবান্না সম্পর্কিত ট্রেড যেমন রাঁধুনি (Cook), জল সরবরাহকারী (Water Carrier), এবং ওয়েটার (Waiter) প্রার্থীদের মাধ্যমিক পাশ এবং NSDC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে খাদ্য উৎপাদন বা রান্নাঘর সম্পর্কিত অভিজ্ঞতায় NSQF লেভেল–১ কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনের বয়স: ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ ২৪ আগস্ট, ২০২৫-এর হিসাবে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদগুলি আবেদনের যোগ্য৷ এছাড়াও SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:
rectt.bsf.gov.in বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

বেতন:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থী চাকরি পাওয়ার পর ন্যূনতম লেভেল ৩ পে স্কেল এর মধ্য দিয়ে ২১ হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত পাবেন ।

শারীরিক সক্ষমতা:
. পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেন্টিমিটার উচ্চতা হতেই হবে৷ না ফুলিয়ে ছাতি হতে হবে ৭৫ সেন্টিমিটার৷ ফুলিয়ে ছাতি হতে হবে ৮০ সেন্টিমিটার৷
২. মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৫ সেন্টিমিটার৷
এছাড়াও , পুরুষ প্রার্থীদের ৫ কিলোমিটার দৌড় ২৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
আর মহিলা প্রার্থীদের ১.৬ কিলোমিটার দৌড় ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে।

লিখিত পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে এবং এতে ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে।
পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট (CBT) অথবা OMR শিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরেজি ও হিন্দি ভাষায়।

প্রশ্নপত্রে চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে—
১. সাধারণ জ্ঞান / সাধারণ সচেতনতা (General Knowledge / General Awareness) – ২৫ নম্বর

২. প্রাথমিক গণিত (Elementary Mathematics) – ২৫ নম্বর

৩. বিশ্লেষণ ক্ষমতা ও প্যাটার্ন চেনার দক্ষতা (Analytical Aptitude & Ability to Observe Distinguishable Patterns) – ২৫ নম্বর

৪. ইংরেজি বা হিন্দি ভাষার মৌলিক জ্ঞান (Basic Knowledge of English or Hindi) – ২৫ নম্বর

প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং পরীক্ষার জন্য মোট সময় নির্ধারিত হয়েছে ২ ঘণ্টা বা ১২০ মিনিট।


নির্বাচন পদ্ধতি:
নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET) ও শারীরিক মান যাচাই (PST) নেওয়া হবে। এরপর ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে অবজেক্টিভ ধরণের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার পর সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা যাচাইয়ের জন্য একটি ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে নথি যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে।
তবে প্রার্থীদের মনে রাখতে হবে প্রার্থী শুধুমাত্র একটি পদ/ট্রেডের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও শারীরিকভাবে প্রতিবন্ধী বিভাগে অন্তর্ভুক্ত প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবে না।

BSF Constable Tradesman Recruitment 2025 Notification Download Link:- Click