CAA রসিদকে SIR হিসাবে গণ্য করা যাবে না, মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নাগরিকত্ব বা CAA তে আবেদনকারীদের রসিদকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) এর নথি হিসেবে, গ্রহণযোগ্য করার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলায়, যেখানে সিএএ অনুসারে নাগরিকত্বের আবেদনগুলো ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ায় গণ্য করার আর্জি ছিল, সেই মামলার রায়ে আদালত এ কথা জানায়।
আদালত আরও জানিয়েছে, নাগরিকত্বের আবেদন রসিদ SIR–এর নথি হিসেবে গ্রহণযোগ্য নয়।

এদিকে কেন্দ্র জানান, পশ্চিমবঙ্গ থেকে সিএএ–র নিয়ম মেনে আবেদনকারীদের আর্জি ১০ দিনের মধ্যে বিবেচনা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে আবেদনগুলো কেন্দ্রের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের আবেদন ১০ দিনের মধ্যে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক জানান,এই আবেদনগুলো ৯০ দিনের মধ্যে রাজ্যকে কেন্দ্রের কাছে পাঠাতে হয়, কিন্তু তা করে নি। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে রাজ্যের কোনও ভূমিকা নেই, কমিশনই যাবতীয় কাজ করছে।

মামলাকারীরা দাবি করেন, অনেক আবেদনকারী ভোটার। বর্তমান SIR প্রক্রিয়ায় যদি তাদের নাম বাদ পড়ে, তাহলে তারা ভোটাধিকার হারাতে পারেন। এপ্রসঙ্গে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, কেন্দ্রের আইন অনুযায়ী আবেদনকারী সুরক্ষিত।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।