দিল্লি-দূষণের অন্যতম কারণ খতিয়ে দেখা হবে কিনা সেটা নিয়ে চুপ থাকলেও। আগামী দু’দিনের মধ্যেই আবহাওয়ার উন্নতি হতে পারে। সোমে এমনি মন্তব্য করে বসলো দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা।
এরআগে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ২০০ টিরও বেশি ফ্লাইট দেরিতে চলে। তবে বুধবার থেকে আবহাওয়া অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আইএমডি দফতর। এর ফলে রাজধানীর বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
এর মধ্যেই নতুন করে বিতর্কে উঠে এসেছে আরাবল্লী পাহাড়। ভূতাত্ত্বিকদের মতে, ভারতের সবচেয়ে প্রাচীন দুই পাহাড় হলো আরাবল্লী ও রাজমহল। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তকে ঘিরে আরাবল্লী পাহাড় নিয়ে শুরু হয় পরিবেশ প্রেমীদের মাঝে উত্তেজনা। আরাবল্লীর ধ্বংস হয়ে যাচ্ছে । খনন কাজ থেকে হয়তো সরকার হয়তো সরকারের ফায়দা হাসিলের উদ্দেশ্য । তবে পরিবেশ প্রেমীরা আরাবল্লী পাহাড়ের অস্তিত্ব নিয়ে আশঙ্কা করছেন। যদিও পরিবেশবিদরা আশঙ্কা করছেন এভাবে পাহাড় খনন করলে। রাজধানী দিল্লিকে আরও দূষণ ক্রমশ গ্রাস করবে।
তবে এদিন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এক সংবাদ সম্মেলনে বলেন, আরাবল্লী এলাকার পরিবেশ নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, বর্তমানে আরাবল্লীর ওপর তাৎক্ষণিক কোনও বিপদের আশঙ্কা নেই। তিনি জানান, সুপ্রিম কোর্টের ১০০ মিটার সংক্রান্ত নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করছেন।
আরাবল্লীর মোট আয়তন প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে মাত্র ০.১৯ শতাংশ এলাকায় খননের অনুমতি রয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, আরাবল্লীর প্রায় ৯০ শতাংশ এলাকায় সংরক্ষিত থাকবেই।

